বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, ভারী বর্ষণ চলবে হিমালয় নিকটবর্তী উত্তরবঙ্গের জেলাগুলিতে। কার্যত তা সত্যি করে গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং সহ একাধিক অঞ্চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত নিম্নচাপের অক্ষরেখা বিস্তৃত রাজস্থান থেকে নাগাল্যান্ড অবধি। বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে অক্ষরেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে আমাদের রাজ্যে। যার জেরে একদিকে যেমন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার এবং পশ্চিমবঙ্গে, তেমনি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও।
আবহাওয়ার খবরঃ
সর্বোচ্চ তাপমাত্রা | 33° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 27° C |
আদ্রতা | 88% |
বাতাস | 5 km/h |
মেঘে ঢাকা | 64% |
আজকের আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকাতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসে আদ্রতার পরিমাণ প্রচন্ড বেশি হওয়ার কারণে গরমের হালকা
অস্বস্তি থাকবে সারাদিন। হাওয়া অফিস জানিয়েছে, বিশেষত উত্তরবঙ্গে আগামীকালও রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকার আকাশে আংশিক মেঘলা। আজ দফায় দফায় প্রায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়াঃ
আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের তেমন সুযোগ নেই বলেই মত আবহবিদদের। বিশেষত দার্জিলিং কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জেরে কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও। তবে তুলনায় মালদহে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষত বীরভূম এবং মুর্শিদাবাদে আজ দফায় দফায় হতে পারে বর্ষণ।
আগামীকালের আবহাওয়াঃ
আলিপুর আওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কালও পরিস্থিতি উন্নতির কোনো সুযোগ নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও, প্রধানত আকাশের মুখ ভার থাকবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস। অর্থাৎ আজকের তুলনায় তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে মোটামুটি ৮০%।