বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বরে শীতের আমেজে ভাসতে না ভাসতেই ছন্দ পতন। বড়দিনের আগেই দক্ষিণবঙ্গ থেকে উধাও শীত। উত্তরবঙ্গে অবশ্য শীতের দাপটে কাবু সাধারণ মানুষ। গাঁয়ে লাগছে কনকনে ঠান্ডা বাতাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কিছু দিনে শীতের চরিত্র বদলের তেমন কোনও সম্ভাবনা নেই। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (Weather Update)? রইল আপডেট।
আবহাওয়া দফতর সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৬ ডিসেম্বর, দু’হাতে টাকা কামাবে এই চার রাশি
দক্ষিণবঙ্গে কিছুটা হলেও কমেছে শীতের দাপট। হাওয়া অফিস পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পশ্চিমের জেলা গুলিতে এমনিতেই ঠান্ডা বেশি পড়ে। সেই সমস্ত জেলা গুলির তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে।
আরও পড়ুন: কাতারে কাতারে গাড়ি, বিভৎস জ্যাম সামলাতে নাজেহাল পুলিশ! উপচে পড়া পর্যটকদের ভিড় পাহাড়ে
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিছুটা কমতে পারে তাপমাত্রা।