বাংলা হান্ট ডেস্ক: আলোর উৎসব। একদিকে কালীপুজো, দীপাবলি তার ওপর আবার রবিবার। রাত জেগে কালীপুজো দেখার প্ল্যান অনেকেরই। তবে উঁকি দিচ্ছে বর্ষণের চিন্তা। রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে কিনা? সেই চিন্তায় নাজেহাল সাধারণ মানুষ। কেমন থাকবে আজ থেকে আবহাওয়া? জানুন বিস্তারে।
সকাল, রাত শীতের (Winter) আমেজ। শ্যামা মায়ের আরাধনার দিন হিমেল পরশ রাজ্যজুড়ে। আজ দীপাবলি। ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ (Low Pressure)। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি হবে না। ভাইফোঁটাতেও শীতের হালকা শিরশিরানি অনুভব হবেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ‘নিয়েছি…’, ED-র সাঁড়াশি চাপ! অবশেষে বড় স্বীকারোক্তি জ্যোতিপ্রিয়র
আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৫ নভেম্বর, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সম্ভাবনা। এর জেরেই ১৬ এবং ১৭ নভেম্বর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলার পাশাপাশি দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: কেন এত গুরুত্বপূর্ণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বর? কার কার নাম ফাঁস হবে? জানলে আকাশ থেকে পড়বেন
চলতি সপ্তাহে বজায় থাকবে শীতের আমেজ। ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। কালীপুজোয় রাজ্যের কোথও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এই দুই জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলা গুলোতে বাড়বে শীত। রাতের দিকে বেশ কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা।