বাংলা হান্ট ডেস্ক : এপ্রিলের শেষে অন্য মাত্রায় খেল দেখাচ্ছে আবহাওয়া (Weather)। হাওয়া অফিস বলছে, আগামি তিন দিনে ফের এক দফায় বাড়তে চলেছে রাজ্যের তাপমাত্রা। খবর বলছে আগামি ২ থেকে ৩ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে তাপপ্রবাহ। এই দহনজ্বালার হাত থেকে রেহাই পেতে বঙ্গবাসীর প্রশ্ন এখন একটাই, বৃষ্টি কবে হবে? সেই নিয়ে যদিও কোনও আশার আলো দেখায়নি হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের খবর, মূলত শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর দাপটেই ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে রাজ্যের তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামি রবিবার অবধি রাজ্যের বিভিন্ন জেলায় চলবে তাপপ্রবাহের তাণ্ডব। ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি হয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। আগামি বৃহঃস্পতিবারও চরম তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
আগামী বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে প্রায় সমগ্র দক্ষিণবঙ্গেই। সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। একই সাথে সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার জন্যেও। আগামি শুক্রবার তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ার জন্য। এই জেলাগুলির জন্য রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন : কত সম্পদের মালিক ভারতীয় মুসলিমরা? হিন্দুদের অবস্থাই বা কেমন? চমকে দেবে তথ্য
একই সাথে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলিতেও থাকবে তীব্র গরম সাথে অস্বস্তিকর পরিবেশ। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। তাপপ্রবাহের স্পেল চলবে আগামি শনিবার অবধি। মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামি শনিবার। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর। তবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে।