উত্তরবঙ্গ ভাসবে প্রবল বর্ষণে, দক্ষিণের কয়েকটি জেলায় রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কলকাতা কি বঞ্চিতই?

বাংলাহান্ট ডেস্ক : নিস্তার নেই দক্ষিণবঙ্গের। আজও কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই শহর কলকাতাতে। তবে পশ্চিমের বেশ কয়েকটি জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এক নজরে আজকের আবহাওয়া

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৬%
বাতাস : ২২.৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%

আজকের আবহাওয়া

বিগত কয়েক সপ্তাহ ধরেই ভ্যাপসা গরমে নাকাল শহরবাসী। তাপমাত্রা খুব একটা বেশি না হলেও অস্বস্তি বাড়াচ্ছে অত্যাধিক আপেক্ষিক আর্দ্রতা। আজও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে গুমোট গরম বাড়াবে অস্বস্তিও। হাওয়া অফিস জানাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ। বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত উত্তরবঙ্গে। আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে অতিভারী বৃষ্টিপাতও।

অন্যদিকে দক্ষিণবঙ্গের অবস্থা তথৈবচ। উত্তরবঙ্গে যেন থমকে গিয়েছে বর্ষা। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আটকে রয়েছে একই স্থানে। দক্ষিণবঙ্গে কোনওরকম নিম্নচাপ সৃষ্টি না হওয়ায় মৌসুমি বায়ু প্রবেশের ক্ষেত্রে আরও দেরি হচ্ছে বলেই জানা যাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব উত্তরপ্রদেশে এবং রাজস্থান ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তবে এর কোনও প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

আগামীকালের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ায় বিশেষ কিছু পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বজায় থাকবে গুমোট গরম। শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে ছিঁটেফোঁটা বৃষ্টির দেখা মিলতে পারে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।


Sudipto

সম্পর্কিত খবর