সাবধান! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলো

বাংলাহান্ট ডেস্ক : আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ারই কথা ছিল। কিন্তু সকাল হতে না হতেই দেখা গেল আকাশ ঢেকেছে কালো মেঘে। এদিকে, কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হতেই জারি হয়েছে বিশেষ সতর্কতা।

আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Meteorological Department) তরফে জানানো হয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অপরদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আরোও পড়ুন : G20 সম্মেলন উপলক্ষে দিল্লিতে ঋষি-বাইডেন! ভারতে পা দিয়েই ঋষির মন্তব্য “আমি গর্বিত হিন্দু”

তবে বৃষ্টিপাতের জেরে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায়। ঝেঁপে বৃষ্টি নামবে বসিরহাট, সল্টলেক, কলকাতা, দমদম, বালী, হাওড়া, আমতা, বাগনান, উলুবেড়িয়া, ডায়মন্ডহারবার, ক্যানিং, তমলুক, হলদিয়া, খেজুড়ি, সাগরদ্বীপ, কাঁথি, মন্দারমণি, দিঘা, তাজপুরে।

Weather

এদিকে, বৃষ্টিপাতের জেরে শহর কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় জল জমার সম্ভাবনা আছে। এর জেরে অফিসযাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হতে পারে। তবে আগামী দু’দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। জানা গিয়েছে, আগামিকাল, ১০ সেপ্টেম্বর থেকে কিছুটা চড়তে পারে কলকাতার পারদ। সঙ্গে মাঝারি বৃষ্টিও হতে পারে।

 

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর