বাংলা হান্ট ডেস্ক : উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সারা বাংলা জুড়ে সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী ৪-৫ জানুয়ারি পর্যন্ত এই রকমই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে জেলাগুলির তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৬.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৪.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৫%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%
আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকা সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকালের দিকে শুধুমাত্র দার্জিলিং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে তার পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এরপরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অপরদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। এরপরের তিন দিনে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আগামীকালের আবহাওয়া : বছরের শুরুতেই ঘন কুয়াশার দাপট। যা বজায় থাকবে আগামী চার-পাঁচদিন। জেলায় জেলায় হালকা শীতের আমেজ বজায় থাকলেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে উপরে। নতুন বছরের প্রথম মাসের মাঝামাঝি ফের শীতের ছোট স্পেল দেখতে পারে রাজ্যবাসী। যদিও আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।