তাপমাত্রার ওঠানামা চলছেই রাজ্যজুড়ে! মুষলধারে বৃষ্টিতে ভিজবে এই কয়েকটি জেলা, আজকের আবহাওয়ার খবর

বাংলা হান্ট ফরাসি : হুহু করে বাড়ছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। পরপর ২ দিন ২০ ডিগ্রির ওপরে। এই মুহুর্তে তাপমাত্রা খুব বেশি নিচে নামার কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। একাধিক জায়গার আকাশ ঢাকবে ঘন কুয়াশায়। আগামী সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে মৌসম ভবন সূত্রে খবর।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৫°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৫%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৬%

আজকের আবহাওয়া : আজ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকবে চারপাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। আজ আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : শনিবার সকালের মধ্যে দার্জিলিং, এবং কালিম্পংএ-র বেশ কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া মোটাসোটা শুকনো থাকবে। বুধবার রাতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় মুষলধারায় বৃষ্টি হয়। হাসিমারা , জয়গাঁও দলসিংপাড়া, মাদারিহাট বেশ ভারী বৃষ্টি হয়। অন্যদিকে বারোবিসা, আলিপুরদুয়ার শহরে হাল্কা বৃষ্টি হয়। আগামী দিন চারেক হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা দেবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

weather

১১ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন চারেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। তবে জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া : আগামী সপ্তাহ থেকেই বাংলা থেকে শীত বিদায় শুরু হয়ে যাবে। অন্যবার এই সময়ে রাজ্য থেকে শীত বিদায় শুরু হয়ে গেলেও, এবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে তা বেশ কিছুটা দেরি হচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারির পর থেকে শীত পুরোপুরি ভাবে বিদায় নেবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


Sudipto

সম্পর্কিত খবর