বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রাজ্যজুড়ে ফের প্রভাব বিস্তার করেছে শীত (Winter)। বিগত দু’দিনে রীতিমতো পাল্লা দিয়ে ব্যাটিং করেছে ঠান্ডা। এমতাবস্থায়, উত্তুরে হাওয়ার ওপর ভর করে শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও এখন পরিলক্ষিত হচ্ছে শীতের আমেজ। এদিকে, এই মুহূর্তে রাজ্যে প্রবেশ করছে পশ্চিমী শীতল হাওয়া। যার ফলে শীতের শিরশিরানি বজায় থাকবে এই কদিন। উল্লেখ্য যে, গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এই আবহেই এবার সামনে এল আজকের ওয়েদার রিপোর্ট।
এক নজরে আজকের আবহাওয়া:
সর্বোচ্চ তাপমাত্রা : ২৭.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৪২%
আজকের আবহাওয়া: শীতের প্রত্যাবর্তনের জেরে বিগত দিনগুলিতে তাপমাত্রা কিছুটা নেমে গেলেও রবিবার ফের কিছুটা ঊর্ধ্বমুখী হল পারদ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন যাবৎ রাজ্যজুড়ে শীতের আমেজ পরিলক্ষিত হবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রার বৃদ্ধি ঘটবে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া: আপাতত উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে আলাদা করে আবহাওয়ার বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবেনা। তবে, আগামী কয়েকদিন শুষ্ক পরিবেশ বজায় থাকবে সেখানে। সামগ্রিকভাবে আগামী পাঁচদিন পরিষ্কার থাকবে আবহাওয়া। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সিকিম এবং দার্জিলিংয়ে রবিবার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এখন নেই। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে, তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার থেকে। সেই সময়ে রাতের তাপমাত্রা বৃদ্ধি হয়ে ১৮ থেকে ১৯ ডিগ্রি হয়ে যেতে পারে বলেও জানা গিয়েছে।
আগামীকালকের আবহাওয়া: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সামগ্রিকভাবে আগামীকালও আবহাওয়া এইভাবেই বজায় থাকতে পারে। অর্থাৎ, তেমন একটা পরিবর্তন পরিলক্ষিত হবে না। তবে, মঙ্গলবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। পাশাপাশি, বৃষ্টিপাতের সম্ভাবনার প্রসঙ্গে এখনই কিছু বলা যাচ্ছে না। যদিও জানা গিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের দেখা মেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।