শীতের ইনিংস কি শেষ তবে! বড় আপডেট দিল আবহাওয়া দফতর! কেমন থাকবে আগামী কয়েকদিনের ওয়েদার?

বাংলা হান্ট ডেস্ক : বাংলায় শেষ হচ্ছে শীতের দিন। আগামীকাল বৃহস্পতিবার থেকেই হুহু করে বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব থাকবে আরও বেশ কয়েকটা দিন।পাহাড়ের বেশিরভাগ জেলাতে হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৭%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৯%

আজকের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সোমবার এই তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৮ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ছয় ডিগ্রির মতো। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও বৃষ্টির ছিটেফোঁটা পূর্বাভাসও নেই। তবে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেতে পারে বলে মৌসম ভবন সূত্রে খবর। আগামী ৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

weather 8

আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এদিন সকালে দক্ষিণবঙ্দের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও বেশ কিছুটা কমেছে। আগামী ২৪ ঘন্টায় একই রকম পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তার পরে ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এমনই খবর।

আগামীকালের আবহাওয়া : শেষ হতে চলেছে শীতের ইনিংস। এই বছরের মতো বিদায় নেবে ঠাণ্ডা। আগামীকাল থেকেই হুহু করে বাড়বে তাপমাত্রার পারদ। সঙ্গে থাকবে কুয়াশাও।

Sudipto

সম্পর্কিত খবর