দক্ষিণবঙ্গে জারী কমলা সতর্কতা, এরই মাঝে জেনে নিন কি আপডেট থাকছে আগামীকালের আবহাওয়ার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে আবহাওয়ার (Weather) টেস্ট ম্যাচ চলছে দক্ষিণবঙ্গে। প্রবল বর্ষণের সম্মুখীন হয়েছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলা। ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে রয়েছে বেশ কিছু এলাকা। জল নিকাশী ব্যবস্থায় জটিলতা থাকায় জমা জলে এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতার বেশকিছু এলাকায় নৌকাও চালানো হয়েছে।

সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সংঠিত হচ্ছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সাময়িক বন্ধ থাকলেও, এই নিম্নচাপের জেরে টানা ৪ দিন বৃষ্টিতে আবারও নাজেহাল হতে চলেছে বাংলার দক্ষিণবঙ্গ, আবহাওয়াবিদদের আভাষ। বাড়তে পারে নদীর জলস্তর। উত্তাল হবে সমুদ্র। জারী হয়েছে কমলা সতর্কতা।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি সেইসঙ্গে বজ্র বিদ্যুতসহ ঝড়ের পূর্ভাবাস দিচ্ছে হাওয়া অফিস।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৭ মিনিটে সূর্যোদয় হয়ে ৬ টা অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সকাল ১১ টা বেজে ২৮ মিনিটে চন্দ্রোদয় হয়ে রাত ১০ টা বেজে ৫০ মিনিট অবধি থাকছে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ৯-১১ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে দিনভোর বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬৯% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৮০% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

X