আবহাওয়ার খবর : উত্তরবঙ্গে ফের জারি হলুদ সতর্কতা, বন্যার সতর্কতা জারি ৫ জেলায়

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : অগস্টের প্রথমেই ফের একবার জারি বন্যা সতর্কতা, ভারী বৃষ্টির কারনে ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণেও জারি বৃষ্টির পূর্বাভাস। দেখেনিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

Weather pic 1910110609

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

kolkata weather 1 2
বাংলার আবহাওয়া/ weather of west bengal

আগস্টের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণের মুখোমুখি হবে দক্ষিণবঙ্গ। আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন। আর এই নিম্নচাপের প্রভাব পড়বে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। যার ফলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেইসঙ্গে নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন এলাকার বাঁধ খুলে দেওয়া যেতে পারে।

new g
বাংলার আবহাওয়া/ weather of west bengal

উত্তরবঙ্গে জারী রয়েছে ভারী বৃষ্টিপাত। মৌসুমি বায়ু হিমালয়ের পাদদেশে অবস্থানের ফলে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং-এলাকা সম্মুখীন হবে ঘোর বর্ষার। লাগাতার বৃষ্টির ফলে পাহাড়ী এলাকায় ধস এবং সেইসঙ্গে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলার আবহাওয়া/ weather of west bengal

ইতিমধ্যেই আসাম ও বিহারের বিরাট অঞ্চল প্লাবিত হয়েছে অতি বৃষ্টির কারনে। জল বেড়েছে বাংলারও বেশ কয়েকটি নদীতে। করোনা মহামারী কালে এই অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতি দেশের অর্থনীতির চাকা যে আরো শ্লথ করে দেবে সন্দেহ নেই।


সম্পর্কিত খবর