আবহাওয়ার খবরঃ মুম্বাইয়ে প্রবল বেগে আছড়ে পড়ল নিসর্গ, শহরবাসীর জন্য প্রার্থনা অক্ষয়ের

বাংলাহান্ট ডেস্কঃ বাণিজ্যনগরী মুম্বাইয়ে (mumbai) আছড়ে পড়ল সাইক্লোন নিসর্গ (nisarga)। ১০০ কিমির বেশী গতি নিয়ে শহরে ধাক্কা হানে ঘুর্ণিঝড়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে মহারাষ্ট্রের। সাইক্লোন আক্রান্ত মুম্বাইয়ের প্রার্থনা করেছেন অক্ষয় কুমার। টুইটারে তিনি লিখেছেন, “বহু প্রতিক্ষিত বর্ষা এসেছে মুম্বাইয়ে। তার সাথে এসেছে ঘুর্ণিঝড় নিসর্গ। প্রশাসনের নির্দেশ মেনে চলুন। আমরা একসাথে লড়াই করব এর বিরুদ্ধে। সকলের সুস্থতা কামনা করি।

viral video 2

https://twitter.com/akshaykumar/status/1267852387558912000?s=19

এদিন নিসর্গ মহারাষ্ট্রের রায়গড় জেলায় আছড়ে পড়ে। মহারাষ্ট্রে এই ঝড় আছড়ে পড়ার সাথে সাথে সেখানে ১০০ কিমি বেগে হাওয়া বইতে থাকে। আর এই কারণে বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয় এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, ঝড়ের কারণে একটি বাড়ির ছাদ উড়ে যাচ্ছে। যদিও ওই বাড়ির ছাদ টিন দিয়ে বানানো ছিল বলেই ঝড়ে উড়ে গেছে।

ঘূর্ণিঝড় নিসর্গ বুধবার দুপুর ১ টা নাগাদ রায়গড় জেলায় ঢোকে। এরপর থেকেই ওই এলাকায় অঝোরে বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া চলে। ল্যান্ডফলের পর মুম্বাই পুলিশ বান্দ্রা-ওয়ার্লি সমুদ্র লিঙ্কের রাস্তায় গাড়ির যাতায়াত বন্ধ করে দেয়। এছাড়াও এনডিআরএফ এর ডিজি মানুষকে জানিয়ে দেয় যে, তাঁরা যেন ছয় অথবা সাত ঘণ্টা যেন ঘর থেকে বের না হয়।

সম্পর্কিত খবর