বাংলাহান্ট ডেস্কঃ নিম্নচাপের হাত ধরে রাজ্যে ঢুকছে জলীয় বাস্প। আবহাওয়ার (Weather) ঘটবে পরিবর্তন। এই নিম্নচাপের জেরেই সপ্তাহভোর চলবে বৃষ্টির পালা। গত বছর এই সময় বৃষ্টির দেখা না মিললেও, এবছর কিন্তু বেশ ঝমঝমিয়েই বৃষ্টি চলছে। যার জেরে এই সংকটের দিনে বন্যা হওয়ারও আশঙ্কা তৈরি হচ্ছে, জানাল আবহাওয়া দফতর (Weather office)।
ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটাতে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু এলাকায় বৃষ্টি চলবে সপ্তাহভোর। কখনও রোদ কখনও বৃষ্টি, এভাবেই চলবে আবহাওয়ার খেলা। তবে সামান্য হলেও বাড়বে আবার উষ্ণতার পারদ।
শহরের তাপমাত্রা
বুধবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের রোদ ঝলমলে নীল আকাশ দেখা যাচ্ছে। ভ্যাপসা গরম অনুভব করছে রাজ্যবাসী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
সকালের দিকে রোদ যুক্ত আবহাওয়া বিরাজ করছে। গরমও অনুভূত হছে বেশ ভালোই। তবে বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় ঝড় সেইসঙ্গে বজ্রপাতযুক্ত বৃষ্টিও হওয়ার সম্ভাবনার কথা জানান দিল হাওয়া অফিস।
আবহাওয়ার পরিবর্তন
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মঙ্গল এবং বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।