বাংলাহান্ট ডেস্ক : বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার রাত্রে কলকাতা (Kolkata) ও সংলগ্ন জেলায় দেখা মিলেছে কালবৈশাখীর। ঝড়-বৃষ্টির ফলে এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department) জানিয়েছে আজও দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় সম্ভাবনা রয়েছে ঝড়-বৃষ্টির। গতকালের বৃষ্টির ফলে ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে শহরের।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। আজও সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। শিলা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। সূত্রের খবর, আবহাওয়ার এই পরিস্থিতি বজায় থাকবে আগামী সোমবার পর্যন্ত।
অন্যদিকে, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। সাথে হতে পারে শিলাবৃষ্টি। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৯ শে মার্চ অর্থাৎ রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। রাজস্থান এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত। বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং সেটি থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এটি গিয়ছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপর দিয়ে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমী অক্ষরেখা পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে। ফলে পশ্চিমী শুকনো বাতাস আর বঙ্গোপসাগরের জলীয় বাতাসের সংমিশ্রণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সেইজন্যেই বজ্রপাতও হচ্ছে ঝড়-বৃষ্টির সময়। আপাতত জলীয় বাষ্প ঢোকার প্রক্রিয়া বজায় থাকবে। ফলে আরও কয়েকদিন থাকবে বৃষ্টি সম্ভাবনা ।