পিছু ছাড়তে নারাজ শীত, আগামী দুদিনে বদলে যাবে আবহাওয়া: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের সমস্ত জেলাতেই গত দুদিনে তাপমাত্রা বেসশ কিছুটা কমেছে। আগামী আরও দুদিন এভাবেই রেশ থাকবে শীতের এমনটাই দাবি আলিপুর আবহাওয়া দপ্তরের (alipore weather office )। সঙ্গে থাকবে উত্তরে হাওয়াও। যদিও শুক্রবার নাগাদ থেকে আবার বাড়বে রাজ্যের তাপমাত্রা।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৪° সেলসিয়াস
আদ্রতা : ৯৩%
বাতাস :  ৯.৩কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮২%

আজকের আবহাওয়া
গত সপ্তাহ শেষের  বৃষ্টির পর  আবারও শীত পড়তে শুরু করেছে রাজ্যে।   গত দুদিনে বেশ অনেকটাই নেমেছে পারদ। পশ্চিম ভারতে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত আপাতত অক্ষের আকারে অবস্থান করছে পশ্চিমবঙ্গের উপর। যার জেরে   উত্তরবঙ্গের জেলা গুলিতে লাগাতার  চলছে তুষারপাত এবং শিলাবৃষ্টি।  আগামী  দুদিনও তাপমাত্রা থাকবে নিম্নমুখী। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪° সেলসিয়াস। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে গোটা আকাশ।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
বেশ কয়েকদিন ধরেই লাগাতার তুষারপাত চলছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। তবে আজ মোটামুটি শুকনোই থাকবে এই জেলাগুলির আবহাওয়া। আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও শুকনোই থাকবে বাকি জেলাগুলি। তবে আগামী ২দিনেই উন্নতি হবে আবহাওয়ার। ২-৩° বাড়বে রাতের তাপমাত্রাও।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর নেই। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কমবে পারদ। উত্তরবঙ্গে চলা শৈত্যপ্রবাহের জেরে আরও কয়েকদিন চলবে শীতের আমেজ। আগামী ২ দিন তাপমাত্রা কমবে ২-৩°। শুক্রবারের পর থেকে তা আবার বাড়তে শুরু করবে। গাঙ্গেয় দক্ষিণ বঙ্গে সকালের দিকে মাঝারি থেকে ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬° সেলসিয়াস। রোদ ঝলমলে পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। থাকছে শীতের আমেজও। কিছু জায়গায় কুয়াশা থাকতে পারে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর