শক্তি বাড়াল মৌসুমি বায়ু, কয়েকঘন্টায় মুষলধারে বৃষ্টি সাথে বজ্রপাত ; আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া : আরো শক্তি বাড়িয়েছে মৌসুমি বায়ু। যার জেরে আগামী কয়েকঘন্টায় ফের একবার অতিভারী বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা উত্তরবঙ্গ, পাশাপাশি দক্ষিণ এর জেলা গুলিতেও ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর (weather office) সূত্রে। যার জেরে ফের একবার বন্যা সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।

বাংলার আবহাওয়া/ weather of west bengal

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে ফের অতি ভারী বৃষ্টি হবে উত্তরের ৫ জেলায়। হিমালয়ের পাদদেশ দিয়ে মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারনেই এবছর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। পাহাড়ে এই অতিভারী বৃষ্টির কারনে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্লাবন এর আশঙ্কা করছেন অনেকে। ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করতে চলেছে নদীগুলি। পাশাপাশি অতি বৃষ্টি ডেকে আনতে পারে ভূমিধস।

weather of west bengal/বাংলার আবহাওয়া

সোমবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশ মেঘলা আকাশ বিরাজ করছে। বৃষ্টির জেরে বেশ ঠাণ্ডা আবহাওয়া রয়েছে সর্বত্রই। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়াবিদরা

রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ১৪৫ মিলিমিটার, আলিপুরদুয়ারে ৩৪৫ মিলিমিটার,কোচবিহারে ২০৭, মিলিমিটার, শিলিগুড়িতে ২৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনে যা আরো বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বেশ কিছু অঞ্চলে ঢুকে পড়েছে জল। যে কোনো মুহুর্তে প্রবল বন্যায় ভাসতে পারে উত্তরের জেলাগুলি।

X