বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : সকাল থেকেই প্রবল বৃষ্টি নেমেছে দেশের রাজধানী দিল্লিতে। দিল্লি, গাজিয়াবাদ ও নোয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা হ্রাস পেয়ে স্বস্তি দিয়েছে। ভারী বৃষ্টির কারনে দিল্লি এবং গুরগাঁওয়ের বেশ কিছু জল প্লাবিত, বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।রাজধানীতে আজ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি পিটিআই-এর সূত্রে জানা যাচ্ছে, শহরের প্রধান প্রধান রাস্তাগুলি বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি, বাংলায় বুধবার তৈরি হওয়া নিম্নচাপের কারনে ইতিমধ্যেই দক্ষিণের জেলাগুলিতে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। আজ থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আরো একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। যার জেরে তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা। আগস্ট মাসের শেষ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলায় কয়েকদিনের মধ্যেই প্রবল বৃষ্টিপাত আসন্ন। অতি বৃষ্টির জেরে নদীতে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে। শহর কলকাতা, শহরতলি ও দুই ২৪ পরগণার একাধিক অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। তাই সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কবার্তা জারী করা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। এই দুইদিন রয়েছে হলুদ সতর্কতা৷ পরবর্তী ২ দিন অর্থাৎ সোম ও মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।