আবহাওয়ার খবর : ঘণ্টাখানেকের মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে

বাংলা হান্ট ডেস্ক : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কাল সকাল থেকেই শুরু হয়েছে  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rain) তার সাথে ঝড়ো হাওয়া ।গোটা বছর ধরে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না কিছুতেই।শীতের পরে বসন্তের শুরুতেও একই কাণ্ড, কিছুতেই বন্ধ হচ্ছে না বৃষ্টি।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে এই বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে রয়েছে বঙ্গোপসাগর থেকে আসা ঠান্ডা বাতাসও।এই অকাল বৃষ্টির সঙ্গে বর্ষার কোনও যোগসূত্র নেই।

IMG 20200310 191638 2

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে বারবার রাজ্যজুড়ে বৃষ্টিপাত হয়ে গেছে। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল কলকাতা সহ একাধিক জেলায়। গতকাল সন্ধ্যার পর থেকেই কলকাতায় বইতে শুরু করে ঝোড়ো খাওয়া। কোথাও কোথাও হয় বৃষ্টি। সন্ধ্যার পর থেকে ঠান্ডা ঝড়ো হাওয়া বওয়ার কারণে মার্চের মাঝামাঝি তেও কিছুটা হলেও পরিবর্তন হয় আবহাওয়ার।

আগেই আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছিল, ২৪ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হতে চলেছে কলকাতায় সহ একাধিক জেলায় অনুমান সত্যি করে কাল সন্ধ্যে থেকেই আকাশ মেঘলা ছিল কলকাতা সহ একাধিক জেলার। কাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সাথে বইছে জড়ো হওয়া।

আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, ফের ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ পরিশকার থাকলেও রাতে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা জেলা জুড়ে।সাথে হতে পারে ঝড়ও। শুধু উত্তরবঙ্গের নয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা পাশাপাশি শিলা বৃষ্টি হতে পারে বলে অনুমান করছে হাওয়া অফিস।


Udayan Biswas

সম্পর্কিত খবর