পাহাড় থেকে সৈকত, দেখতে পাবেন সব কিছুই! ভুলে যান দীঘা,পুরী; এবার পা রাখুন নতুন এই দ্বীপে

বাংলাহান্ট ডেস্ক : বাংলার পড়শী রাজ্য উড়িষ্যা। ঐতিহাসিক দিক থেকে এই উড়িষ্যার যেমন গুরুত্ব অপরিসীম, তেমনই প্রাকৃতিক সৌন্দর্য উড়িষ্যার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সুদীর্ঘ পর্বতমালা থেকে মন ভোলানো সৈকত, বন্যপ্রাণী থেকে অপূর্ব শিল্প কার্য, উড়িষ্যা মানেই ‘সব পেয়েছির দেশ।’ তবে উড়িষ্যা বললেই পর্যটকদের মাথায় প্রথম আসে পুরী কিংবা দারিংবাড়ির নাম।

তবে এগুলি ছাড়াও উড়িষ্যাতে এমন বহু জায়গা রয়েছে যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভোলার মতো নয়। সাম্প্রতিক সময়ে লাক্ষাদ্বীপ পর্যটন মানচিত্রে বেশ শক্তিশালী জায়গা করে নিয়েছে। অনেকেই চাইছেন লাক্ষাদ্বীপে গিয়ে ঘুরে আসতে। তবে উড়িষ্যার এমন একটি জায়গা রয়েছে যেখানে গেলে আপনারা লাক্ষাদ্বীপকেও ভুলে যেতে পারেন।

আরোও পড়ুন : গেরুয়া বস্ত্র গলায় মসজিদে রামপুজো মুসলিমদের! অযোধ্যায় মন্দির উদ্বোধনের দিন বিরল দৃশ্য এই রাজ্য

চিলকা হ্রদের (Chilika Lake) কাছে থাকা একটি ছোট্ট দ্বীপ রম্ভা (Rambha)। কলকাতার খুব কাছের এই দ্বীপে গেলে আপনারা হারিয়ে যাবেন এক অন্য জগতে। এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। রম্ভা ছাড়াও চিলকা হ্রদের কাছে আছে হানিমুন দ্বীপ, ব্রেকফাস্ট দ্বীপ, নলবন দ্বীপ, কালিঘাই দ্বীপ, সোমোলো দ্বীপ, বার্ডস আইল্যান্ড।

2022 03 27

শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি এই দ্বীপগুলিতে এসে ভিড় করে। এই দ্বীপগুলি ঘোরার জন্য আপনাদের প্রথমে আসতে হবে চিলকাতে। তারপর নৌকা করে এই দ্বীপে যেতে পারেন। বিমলা দেবী মন্দির, নারায়ণী ঝর্নাও রয়েছে আপনাদের আকর্ষণ করার জন্য। ট্রেনে করে আপনাদের প্রথমে আসতে হবে বেরহামপুরে। তারপর সেখান থেকে চিলকা এবং তারপর রম্ভা যেতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর