বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পাওয়ার কারণে গত বছর বিশ্বকাপ চলাকালীন হঠাতই সাংবাদিক সম্মেলন করে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন 2011 বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট যুবরাজ সিং। তবে ফের 22 গজে ফিরতে চান যুবি, এমনটাই জানিয়ে ভক্তদের মধ্যে কার্যত আলোড়ন ফেলে দিয়েছেন প্রাপ্তন এই ভারতীয় তারকা অলরাউন্ডার।
এক সময় যুবি ব্যাট এবং বল হাতে ভারতকে একাধিক ম্যাচ জিতেছে। একা হাতে অনেক ম্যাচের রং বদলে দিয়েছে। যুবরাজের বিধ্বংসী ব্যাটিং মন কেড়েছে হাজার হাজার ভারতীয় ক্রিকেট ভক্তের। তাই স্বাভাবিকভাবেই ফের যুবির বাইশ গজে ফেরার খবর শুনে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সেই সাথে যুবির বাইশ গজে ফেরার কথা শুনে উচ্ছসিত যুবির প্রাক্তন সতীর্থ তথা প্রাপ্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর।
এবার যুবরাজের প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর জানালেন কোন ক্রিকেটার কখন ক্রিকেটকে বিদায় জানাবেন এবং কখন ক্রিকেটে ফিরে আসবেন সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপারে। এই ব্যাপারে কারুর হস্তক্ষেপ করা উচিত নয়, আমার মনে হয় যুবরাজ যদি ফের বাইশগজে ফিরে আসে এটা ভারতীয় ক্রিকেটের জন্যই ভালো। যুবরাজ যদি পাঞ্জাবের হয়ে টিটোয়েন্টি খেলতে চাই তাহলে খেলুক, এতে কারুর অসুবিধা থাকার কথা নয়। অর্থাৎ গোতি যে পরোক্ষ ভাবে বিসিসিআই-কেই এইকথা বললেন সেটা বোঝায় যায়।