বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে বকেয়া ডিএ-র (Dearness Allowance) অংশ না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা (Contempt of court) দায়ের করেছে ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল’। ইতিমধ্যে মুখ্যসচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
ত্রুটি সরকারি কর্মীদের তরফে | Dearness Allowance
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছিলেন গত ৩০ জুন সংগঠনের তরফ থেকে নবান্নে গিয়ে আদালত অবমাননার নোটিশ দিয়ে আসা হয়েছে। তবে সেই চিঠি নিয়ে এবার বড় আপডেট সামনে আসছে। চিঠিতে ছিল ছোট্ট এক গলদ। তাই এবার সামনে এল।
জানা গিয়েছে অবমাননার নোটিশে মুখ্যসচিব মনোজ পন্থের নামের বানানে ভুল ছিল। এই নিয়ে অনেক সরকারি কর্মীরাই কনফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ভুল সামনে আসতেই তা শুধরে নেওয়া হয়েছে। সেই বিষয়ে সরকারি কর্মীদের অবগত করেছেন মলয় মুখোপাধ্যায়।
ফেসবুক পোস্ট করে মলয়বাবু জানিয়েছেন, ডিএ (অবমাননা মামলা)য় মাননীয় মুখ্যসচিব মনোজ পন্থ-এর নামের বানানটি ঠিক করে দেওয়া হয়েছে। অনেক কর্মী বন্ধু জানতে চেয়েছিলেন ভুলটি ঠিক করা হয়েছে কি না। সেই কারণে পোস্টের মাধ্যমে তা জানানো হল।
আরও পড়ুন: কসবা কাণ্ডের ছায়া এবার জলপাইগুড়ির স্কুলে? সহপাঠীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে তোলপাড়
উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ-র (Dearness Allowance) ২৫ শতাংশ দেয়নি রাজ্য সরকার। উল্টে আরও ৬ মাস সময় চেয়ে ফের শীর্ষ আবেদন করেছে রাজ্য সরকার। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা। রাজ্য সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। সেই আবেদনেই ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় দরকার বলেও জানানো হয়েছে। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই।