বাংলাহান্ট ডেস্কঃ সাড়ে তিন মাস বাকি থাকতেই এবার পূরণ হল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। আবগারি দফতর ফের একবার রাজস্ত আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলল। আর এবার এই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলল সাড়ে তিন মাস বাকি থাকতেই।
আবগারি দফতর জানিয়েছে, চোলাই বিক্রির পর এবং কম দামে দেশি মদ পাওয়ার কারণে এই সাফল্য এসেছে। এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে মদ। দেশি মদের বোতল পাওয়া যাচ্ছে মাত্র ২৩ টাকাতেই। সেই কারণে অনেকেই এখন চোলাই ছেড়ে সস্তায় দেশি মদ পান করছেন। আর তার ফলেই বেড়েছে রাজস্ব। অর্থাৎ চোলাই বিক্রি বন্ধ করতেই বেড়েছে রাজস্বের পরিমাণ।
এই ক্ষেত্রে রাজ্য সরকার গঠিত বেভকোর (ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস করপোরেশন) এরও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মদ তৈরি করা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত, সমস্তটাই তাঁরা সুষ্ঠভাবে পরিচালনা করার ফলে আবগারি দফতর বিক্রির লক্ষ্যমাত্রা পার করতে পেরেছে। পাশাপাশি বেভকো আবার ডিস্ট্রিবিউটর নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে, যারা খুচরো বিক্রেতাদের কাছে দ্রুতই মদ পৌঁছে দিতে সক্ষম হচ্ছে।
বিগত বেশ কয়েকবছর ধরেই মদ বিক্রির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পার করতে সক্ষম হয়েছে আবগারি দফতর। সেই হিসেব বলছে এবারেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করেছে আবগারি দফতর। রাজস্ব আদায় করতে সক্ষম হয়ছে প্রায় ১২০০০ কোটি টাকা।