বাংলা হান্ট ডেস্কঃ একুশের পর চব্বিশ। এবারের লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে উঠেছিল সবুজ ঝড়। বাংলার ৪২টি আসনের মধ্যে ২৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে BJP আটকে গিয়েছে মাত্র ১২টিতে। সেই ধাক্কার মাঝেই রাজ্যে ফের ভোটের দামামা। এবার ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (West Bengal Assembly By Election) হতে চলেছে। ইতিমধ্যেই ভোট এবং ফলপ্রকাশের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের নাম প্রকাশ্যে এনেছে TMC।
হাইভোল্টেজ মানিকতলা (Maniktala) আসন থেকে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির। রানাঘাট দক্ষিণ (Ranaghat Dakshin) এবং রায়গঞ্জে (Raiganj) ভরসা রাখা হয়েছে মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণীর ওপর। অন্যদিকে বাগদা (Bagdah) কেন্দ্রে বড় চমক দিয়েছে TMC। এখানে মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে দাঁড় করানো হয়েছে।
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই BJP কাকে দাঁড় করাবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে একাধিক নাম। মানিকতলার প্রার্থী হিসেবে যেমন কল্যাণ চৌবে, তমোঘ্ন ঘোষ, শিবাজি সিংহ রায়ের নাম সামনে আসছে। ২০২১ বিধানসভা ভোটে সাধন পাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কল্যাণ। তবে জয়ী হতে পারেননি। এরপর কলকাতা হাই কোর্টে ‘ইলেকশন পিটিশন’ দায়ের করেন তিনি। এর জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। পরবর্তীতে হাই কোর্টে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন কল্যাণ।
আরও পড়ুনঃ পকেটে আসবে বাড়তি টাকা! রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর
এছাড়া উনিশের লোকসভা ভোটে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হয়েও পরাজিত হতে হয়েছিল কল্যাণকে। তিনি ছাড়াও মানিকতলার সম্ভাব্য প্রার্থী হিসেবে উত্তর কলকাতার BJP সভাপতি তমোঘ্ন ঘোষের নামও উঠে আসছে। অন্যদিকে রায়গঞ্জে আবার TMC-র হেভিওয়েট প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসছে BJP-র জেলা কোষাধক্ষ্য বিভাস বিশ্বাস ও স্থানীয় নেতা মানস কুমার ঘোষের নাম।
রানাঘাট দক্ষিণে আবার কোনও মহিলা মুখকে প্রার্থী করা হতে পারে বলে খবর। মিঠুন চক্রবর্তীর হাত ধরে গেরুয়া পতাকা তুলে নিতে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে বাগদায় কোনও মতুয়া মুখকে টিকিট দেওয়া হয় কিনা সেটা নিয়েও জোর চর্চা চলছে।
BJP প্রার্থী হিসেবে একাধিক নাম উঠে এলেও কোনও নামেই এখনও শিলমোহর পড়েনি বলে খবর। বঙ্গ BJP-র প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, ‘সঠিক সময়ে প্রার্থীদের নাম ঘোষণা করবে দল’। এবার সেই ‘সঠিক সময়’ কবে আসে সেটাই দেখার।