‘দিদি, খেলাই করেছ তুমি বাংলার মানুষের সঙ্গে’- মমতা ব্যানার্জিকে আক্রমণ স্মৃতি ইরানির

বাংলাহান্ট ডেস্কঃ এক সভা থেকে তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (smriti irani)। তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে ইস্যু করে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন স্মৃতি ইরানি।

কেন্দ্রীয় মন্ত্রীর কথায় ফুটে উঠল রাজ্যের একাধিক প্রকল্প, যেগুলো কেন্দ্রের নাম ভাড়িয়ে রাজ্যে চালু করা হয়েছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগের সুর তুলে আক্রমণ করে স্মৃতি ইরানি বলেন, ‘খেলা হবে, বলছেন তো দিদি। আপনারাই দেখুন, দিদির খেলা কতোটা বড়। দারুণ খেলছেন দিনি। কাজ করছেন মোদী জি, আর ফটো তুলছেন দিদি। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে করে দিচ্ছেন আনন্দ ধারা। আবার অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে দিদি করে দিলেন বাংলার আবাস যোজনা। নিজেই দারুণ খেলছেন, আবার বলছেন খেলা হবে’।

SI 571 855

স্মৃতি ইরানি আরও বলেন, ‘দিদিকে বলব- তুমি নিজেই তো বাংলার মানুষের জীবন নিয়ে, মহিলার সম্মান নিয়ে খেলছ। তুমি শুধু খেলেই যাও, আর এদিকে মোদী জি বাংলায় পরিবর্তন আনবেনই। দুর্গার বিসর্জন হতে দেন না যিনি, ভোট চাওয়ার জন্য সেই এখন নন্দীগ্রামে এসে চণ্ডীপাঠ করছেন। খেলতে খেলতে ভবানীপুর ছেড়ছো, এবার চাইছো নন্দীগ্রামে খেলা করতে’।

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত বুধবার নন্দীগ্রামে মনোনয়ন শেষে প্রচারের সময় গাড়ির দরজায় চাপা খেয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মুখ্যমন্ত্রী। পায়ে ব্যাথা থাকার দরুন ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছে তাঁর প্রয়োজনীয় হুইলচেয়ার। মুখ্যমন্ত্রীকে ছাড়ার আগে ছয় সদস্যের এক মেডিক্যাল বোর্ডের বৈঠকের পরই তাঁকে ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর