RG Kar আবহে বিতর্কে রাজ্যের সিভিক ভলান্টিয়ার! জানেন তাঁদের আয় কত, যোগ্যতাই বা কী?

বাংলা হান্ট ডেস্ক : সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) বিরুদ্ধে অভিযোগ আজকের নয়। এরই মধ্যে রাজ্যে ঘটে যাওয়া মর্মান্তিক ধর্ষণ হত্যাকান্ডে মূল অভিযুক্ত হিসাবে নাম জড়িয়েছে এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)। যা এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) নিয়ে তৈরী হওয়া বিতর্কে রীতিমতো ঘৃতাহুতির কাজ করেছে।  আরজিকর কান্ডের শুনানির আগেই সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) নিয়োগ এবং তাদের বেতন সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট।

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) বেতন ক, যোগ্যতা কি?

প্রশ্ন ওঠে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কেন সিভিকদের (Civic Volunteer) নিয়োগ করা হয়? ইতিমধ্যেই  সুপ্রিম নির্দেশ মেনে ইতিমধ্যেই হাসপাতাল থেকে সিভিক ভলান্টিয়ারদের  সরিয়েও দিয়েছে রাজ্য। কিন্তু তাতেও ক্ষোভ কমছে না কারও। এরইমধ্যে ৫ অক্টোবর শীর্ষ আদালতের নির্দেশ মেনে সিভিক ভলান্টিয়ারদের কাজ সম্পর্কিত হলফনামা জমা দিয়েছে রাজ‍্য।

সেই রিপোর্ট  বলছে, বর্তমানে কলকাতা এবং রাজ্যজুড়ে এই মুহূর্তে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৬৯৬। তারমধ্যে শুধু কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা মাত্র ৭২১৮ জন। এছাড়া রাজ্য পুলিশে মোট সিভিক ভলান্টিয়ার রয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৪৭৮ জন।

আরজিকর কান্ডের মূল অভিযুক্ত তথা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই অন্যান্য সিভিক ভলান্টিয়ারদের বিশ্বাসযোগ্যতা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। এরই মধ্যে একাধিকবার দাবি করা হয়েছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে কোন নিয়ম নেই। মূলত রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ হলেই পাকা হয়ে যায় চাকরি।

এসবের মধ্যেই প্রশ্ন উঠছে একজন সিভিক ভলান্টিয়ার পদে কর্মরতদের মাসিক বেতন কত? কিংবা তাদের নিয়োগ পদ্ধতি অথবা কাজের যোগ্যতা আর গতিপ্রকৃতিই বা কি?

বেতন কত?

সূত্রের খবর বর্তমানে কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ১০ হাজার টাকা। শুরুতে শুধুমাত্র ট্রাফিক গার্ড এবং থানায় সিভিকদের নিয়োগ করার কথা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আইনশৃঙ্খলা দেখভালের মতো গুরুত্বপূর্ণ কাজও করানো হয় তাদের দিয়ে। যা নিয়ে তৈরি হয় ব্যাপক চাপানউতোর।

আরও পড়ুন : বাংলায় BJP আসলেই ধর্ষকদের জন্য চালু হবে নতুন নীতি! বড় ঘোষণা সুকান্ত মজুমদারের

কাজ

এরপর মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশেই ট্রাফিক সামলাতে পুলিশকে সহযোগিতা ছাড়া উৎসবের দিনে ট্রাফিক সামলাতে সিভিকদের কাজ করার অনুমতি দেয় আদালত।

Civic Volunteer

কাজের যোগ্যতা 

২০১১ সালে প্রথম সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। প্রথমদিকে এই এই সিভিক ভলান্টিয়ারদের কাজের যোগ্যতা ছিল মাধ্যমিক পাশ। তারপর মৌখিক ইন্টারভিউ এর মাধ্যমেই করা হত নিয়োগ। তবে এক্ষেত্রে যারা এনসিসি, খেলাধুলা কিংবা সিভিক ডিফেন্স ভলেন্টিয়ারের  কাজে যুক্ত তারা অগ্রাধিকার পেয়ে এসেছেন। তবে এই পদে যোগ দেওয়ার জন্য আবেদনকারীর বয়স ২০  থেকে ৩০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।  তবে ২০১৭ সালে বদল আসে নিয়মে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমিয়ে আনা হয় অষ্টম শ্রেণীতে। সেই থেকে এখনও পর্যন্ত অষ্টম শ্রেণী পাস করলে এই সিভিক ভলান্টিয়ার পদে চাকরির জন্য আবেদন করা যায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর