তড়িঘড়ি তলব নেতাদের! এবার কি বৃহত্তর আন্দোলনে মমতা ব্যানার্জি? তৎপরতা ঘিরে জল্পনা

বাংলা হান্ট ডেস্ক : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড়সড় সভার আয়োজন করেছে রাজ্যের শাসকদল তৃণমূল (Trinamool Congress)। লক্ষ্য একটাই মোদী (Narendra Modi) সরকারের  বিরুদ্ধে সরব হওয়া। সভাতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের পদাধিকারীদের ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। হাই কমান্ডের নির্দেশে সেখানে উপস্থিত থাকবেন জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি স্তরে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদাধিকারী।

105312842

আগামী 23 নভেম্বর সভা আয়োজিত হবে। খবর অনুযায়ী, তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার পথে নামার ঘোষণা করতে পারেন। ফলত স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে নতুন আন্দোলন শুরু করবেন বাংলার মূখ্যমন্ত্রী? আর এই পথে নামার জন্য তাদের কাছে অভিযোগের কমতি নেই।

তৃণমূলের কাছে বড় সমস্যার হয়ে ওঠেছে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়া। একে বাংলার সরকার ভোট টানতে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। অন্যদিকে কোষাগারের অবস্থা ভাঁড়ে মা ভবানী। এমতবস্থায় বিভিন্ন কর্মসূচীর টাকা আটকে দেওয়াতে বড়সড় সমস্যায় বাংলার সরকার। সে একশো দিনের কাজের টাকা হোক কি আবাস যোজনা, সমস্ত জায়গাতেই টাকা কম আসায় মহা ফাঁপরে রাজ্যের  শাসকদল।

আরও পড়ুন : ধর্মতলায় অমিত শাহের সভার অনুমতি দিল না পুলিশ! বড় পদক্ষেপ নিল নাছোড়বান্দা বিজেপি

সামনেই লোকসভা ভোট, তার আগে বাংলার জনমানুষ কে সন্তুষ্ট করতে একরকম উঠে পড়ে লেগেছে বাংলার শাসকদল। তাই এখন কেন্দ্র সরকারকে নিশানা করে তীর দাগতে তৈরি তারা। উল্লেখ্য এর আগে দিল্লিতে গিয়ে আন্দোলন করে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে এবার খোদ তৃণমূল সুপ্রিমো আন্দোলনে নামছেন বলেই খবর।

আরও পড়ুন : ‘সব্য বলেছিল জানিস আজ একটা আঙুল নড়েছে…’, ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকীতে আবেগী সৌরভ

উল্লেখ্য, গত সপ্তাহেই জেলা স্তরের নেতৃত্বের বড় রদবদল করেছে তৃণমূল। এই অবস্থায় নেতাজি ইন্ডোরের সভা বেশ গুরুত্বপূর্ন হয়ে ওঠেছে। এর আগে নয়াদিল্লিতে আন্দোলন করতে গিয়ে পর্যদুস্ত হতে হলেও শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামলে সেখানে পরিবর্তন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। বড়সড় আন্দোলন শুরু হতে পারে সারারাজ্যে।

আরও পড়ুন : সুপ্রিম নির্দেশই শিরোধার্য, বড় ঘোষণা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! বিপাকে চাকরিপ্রার্থীরা

abhishek banerjee

আবার লোকসভা নির্বাচনের আগে শীতের মরশুমে বড় আন্দোলনের সূচনা হলে তা আখেরে সুবিধা দিতে পারে রাজ্যের শাসকদলকে। সভা থেকে বিশেষ বার্তাও দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম নিচু স্তর থেকে বিজেপির সাথে কিভাবে যুঝতে হবে তাই নিয়ে গেমপ্ল্যান তৈরি হতে পারে ইন্ডোর স্টেডিয়ামের সভাতে। এইজন্য এখন রাজ্য রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে ২৩ নম্ভেম্বরের সভা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর