বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রায়ই তোষণের রাজনীতির অভিযোগে সরব হন বিরোধীরা। তৃণমূল (Trinamool Congress) নেত্রীর সংখ্যালঘু ‘প্রেম’ নিয়ে প্রায়ই সুর চড়াতে দেখা যায় তাঁদের। সব ধর্মের প্রতি কেন ভালোবাসা? কেন সব ধর্মকে শ্রদ্ধা করেন? এবার তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী নিজে।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?
তোষণের রাজনীতি নিয়ে একাধিকবার মমতাকে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিছুদিন আগে ফের একবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। এবার প্রকাশ্যেই সব ধর্মকে ভালোবাসার এবং শ্রদ্ধা করার কারণ জানালেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, দেশের সকল ধর্মের মানুষ একত্রে মিলেমিশে কাজ করলে অনেক কাজই সহজভাবে হয়।
বৃহস্পতিবার নিউ টাউনে নারায়ণা হেলথ সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন তিনি। মমতা বলেন, রাজ্যে একজনের পোলিও ধরা পড়ায় একটা সময় ভারতকে ‘কালো তালিকাভুক্ত’ (ব্ল্যাক লিস্টেড) করে দেওয়া হয়েছিল। তখন পুরোহিত, ইমামদের সাহায্য নিয়েছিলেন। বুঝিয়ে দিয়েছিলেন কেন সবার পোলিও নেওয়া প্রয়োজন। তাঁরাও যাতে এই কাজ করতে সহায়তা করে, সেই কথা বলেছিলেন। তখন সবাই খুব সাহায্য করেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ সন্দেশখালি কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলবন্দি! এর মাঝেই শাহজাহানের জীবনে ঘোর ‘দুঃসংবাদ’!
মমতার (Mamata Banerjee) কথায়, ‘আমরা তখন সরকারে আসিনি। হাওড়ার ডোমজুরের একজনের পোলিও হয়েছিল বলে ভারত ব্ল্যাক লিস্টেড হয়েছিল। আমি সরকারে এসে ভাবলাম, সবাইকে যদি পোলিও দিতে হয় তাহলে সব মানুষের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। তখন আমি পুরোহিত থেকে শুরু করে ইমামদের সবাইকে বললাম, আপনারা পুজো করবেন, রোজা মাসে নামাজও পড়বেন। কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে আগে আপনাদের সেটা করতে হবে’।
এখানেই না থেকে মমতা আরও বলেন, ‘আগে এই পোলিও দিতে গেলে অনেকে ভাবতো কী খারাপ হবে। আমি সেই ধারণা ভেঙেছি। তারপর সবাই পোলিও নেওয়া শুরু করলেন। পুরোহিত, ইমামরা আমায় খুব সাহায্য করেছিলেন। পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম’। এরপর ভারত ব্ল্যাক লিস্ট থেকে বেরিয়ে আসে বলে জানান মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার কীভাবে উন্নতি সাধন হয়েছে, কীভাবে বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব ঘটেছে, সেকথাও এদিন তুলে ধরেন মমতা (Mamata Banerjee)। নানান জেলায় মেডিক্যাল কলেজ থেকে শুরু করে বাচ্চাদের চিকিৎসায় কীভাবে উন্নতি সাধণ হয়েছে তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।