বাংলা হান্ট ডেস্কঃ গত আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর হাসপাতাল। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। তাই সরাসরি এই ঘটনা নিয়ে কথা না বললেও এদিন বিধানসভা থেকে নাম না করে আন্দোলনকারী ডাক্তারদের একাংশকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাৎপর্যপূর্ণভাবে বললেন, ‘অপ্রিয় সত্যি কথা বলতে নেই’।
বিধানসভা থেকে কী বললেন মমতা (Mamata Banerjee)?
এদিন বিধানসভায় বক্তব্য রাখার সময় প্রথমে ‘তরুণের স্বপ্ন’ চুরি নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে যে কেলেঙ্কারি সামনে এসেছে তা নিয়ে সরব হন তিনি। এরপরেই স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya Sathi Card) দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খোলেন মমতা। মূলত শাসক দলের তরফ থেকে চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, সেই সুরই শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে।
মমতা প্রথমেই বলেন, আরজি কর মামলা (RG Kar Case) যেহেতু বর্তমানে বিচারাধীন, সেই কারণে তিনি সেই বিষয়ে কিছু বলছেন না। এরপরেই স্বাস্থ্যসাথীর টাকা অপব্যবহার নিয়ে মুখ খোলেন তিনি। যারা এই প্রকল্পের টাকা অপব্যবহার করছেন, তাঁদের শাস্তি হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ শহর কলকাতায় ৩০০ ফ্ল্যাট দেবে সরকার! কারা পাবেন? নববর্ষের আগেই বড় ঘোষণা ফিরহাদের
মমতা (Mamata Banerjee) বলেন, ‘অপ্রিয় সত্যি বলতে নেই। আরজি কর মামলা যেহেতু বিচারাধীন, সেই কারণে আমি এই নিয়ে কিছু বলছি না। স্বাস্থ্যসাথীর টাকা দিয়ে অনেকেই চিকিৎসা করান। তবে স্বাস্থ্যসাথীর টাকার যারা অপব্যবহার করছেন, তাঁদের সাজা হবে। চোরের মায়ের বড় গলা। আমি আরও ভালোভাবে তদন্ত করছি। এটা সাধারণ মানুষের টাকা। ভালো করে তদন্ত করে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব’।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর থেকে প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকদের একাংশ। সেই আন্দোলন চলাকালীনই ডাক্তারদের একাংশের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগ এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। স্বাস্থ্য দফতরের তরফ থেকে এখনও অবধি এই বিষয়ে সরকারিভাবে কিছু সামনে আনা হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ যে মন্তব্য করলেন, তারপর এই বিষয়টি অন্য মাত্রা পেল বলে মনে করছেন অনেকে।