বাংলা হান্ট ডেস্কঃ সামনেই রয়েছে রাজ্যের দু’দুটি পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক (Higher Secondary)। বিগত কয়েক বছরে এই দুই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। তাই আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করেই এবছর মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটু বেশীই সাবধানী শিক্ষা সংসদ। ইতিমধ্যেই পরীক্ষা সংক্রান্ত কড়াকড়ি নিয়ে একাধিক নির্দেশিকাও জারি করা হয়েছে।
উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary) অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ জানাল শিক্ষা দফতর
কিছুদিন আগেই রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ প্রকাশ করেছিল শিক্ষা সংসদ। আর এবার জানানো হল উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার সময়-তারিখ। জানা যাচ্ছে, আগামী মাসেই অর্থাৎ ৭ ফেব্রুয়ারি এই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা। সকাল সাড়ে দশটা থেকে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন তাঁরা।
স্কুলগুলি জেলাভিত্তিক আঞ্চলিক অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। এরপর পরীক্ষার্থীরা তাঁদের স্কুলের নির্দেশ অনুযায়ী স্কুল থেকেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। প্রসঙ্গত এবছর উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ৩ মার্চ থেকে। যা শেষ হবে ১৮ই মার্চ। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা অর্থাৎ তিন ঘন্টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। তবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং বৃত্তিমূলক বিষয়গুলির ক্ষেত্রে দু’ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করা হবে।
আরও পড়ুন: মাসেই গড়ে ১৮০০ কোটি লক্ষীলাভ! এবার প্রত্যেক পঞ্চায়েতে মদের দোকান তৈরির লক্ষ্য রাজ্যের
পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। তাই এই বছরই শেষবারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ-মাধ্যমিক পরীক্ষার দিচ্ছেন পরীক্ষার্থীরা। ২০২৪ সালে মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়ারাই প্রথম এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন।
আগেই জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামী ৩০ জানুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পর্ষদের তরফ থেকে বিভিন্ন জেলায় যে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে সেখান থেকেই স্কুলগুলি এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে যদি কোন তথ্য ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তা মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে গিয়ে লিখিত অ্যাপ্লিকেশন দিয়ে সংশোধন করাতে হবে। জানা যাচ্ছে, অ্যাডমিট কার্ডে কোন ভুল হলে তা সংশোধনের ক্ষেত্রে অনলাইনে কোন আবেদন গ্রহণ করা হবে না।