রং খেলার সময় BJP কর্মীকে মারধর করে কেটে নেওয়া হল কান! অভিযোগের তীর TMC-র দিকে

বাংলাহান্ট ডেস্কঃ দোলের পরদিনই জলপাইগুড়ি (jalpaiguri) সদর ব্লকে আক্রান্ত হলেন বিজেপি (bjp) কর্মী। বিজেপি কর্মীদের উপর আচমকাই হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের (tmc) বিরুদ্ধে। দোষীদের শাস্তি দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। উল্টো দিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সোমবার সন্ধ্যায় পাদ্রীকুঠি এলাকায় দলীয় পার্টি অফিসের সামনে রং খেলছিলেন বিজেপি কর্মীরা। এমন সময় আচমকাই তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। ঘটনার আহত হন ৩৫ বছরের বিজেপি কর্মী রাজীব। মাথায় কোপ লেগে সারা শরীরে কালশিটে পড়ে যায় তাঁর। এমনকি তাঁর কান কেটে যায় বলেও অভিযোগ।

bbvv

গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করে ১০ জন তৃণমূল নেতার নামে থানায় অভিযোগ জানিয়ে, দোষীদের শাস্তি দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অন্যদিকে শাসক দলের দাবি, বিজেপি কর্মীরা মদ্যপান করে নিজেদের মধ্যেই মারপিট করেছে।

এবিষয়ে বিজেপি জলপাইগুড়ি জেলা কমিটির সহ সভাপতি অলোক চক্রবর্তী জানিয়েছেন, ‘আমাদের কর্মীরা পার্টি অফিসের সামনে যখন রং খেলছিলেন, তখন কৃষ্ণ দাসের নেতৃত্বে তৃণমূল কর্মীরা আমাদের সদস্যদের উপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ১০ জনকে চিহ্নিত করে তাদের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে’।

প্রথম দফা নির্বাচনের পর বাংলার বেশকিছু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সেই রেশ ধরে দোলের পরদিন জলপাইগুড়িতেও তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত হন বিজেপি কর্মী। শাসক দলের দিকে অভিযোগ থাকলেও, বরাবরের মতই তাঁরা এই অভিযোগ অস্বীকার করেছে।

Smita Hari

সম্পর্কিত খবর