প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার পাঁচ তরুণ তরুণী, রাজ্যের মুখ উজ্জ্বল করল মালদা-জলপাইগুড়ি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি হিসেবে আরও একবার গর্ব করার দিন। ২০২৬ এর ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজে (Republic Day Parade) বাংলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন এ রাজ্যের পাঁচ কলেজ পড়ুয়া। মালদা ও জলপাইগুড়ি জেলার দুজন ছেলে এবং তিনজন মেয়ে এই সুযোগ পেয়েছেন। এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন তাঁরা। মহড়া করছেন ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য।

দিল্লির কুচকাওয়াজে (Republic Day Parade) বাংলার পড়ুয়া

নির্বাচিত পাঁচ পড়ুয়াদের মধ্যে দুজন এনসিসি ক্যাডেট পুনম সরদার এবং এনএসএস ক্যাডেট ঐশ্বর্যা সরকার মালদা কলেজের পড়ুয়া। এই সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত পুনম। তাঁর কথায়, এটা তাঁর জীবনের সেরা প্রাপ্তি। একজন গর্বিত ভারতীয় এনসিসি ক্যাডেট হিসেবে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবেন তিনি। অন্যদিকে ঐশ্বর্যা বলেন, এই সুযোগ অত্যন্ত বিরল এবং খুবই সম্মানের। ওই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

West Bengal five students to join republic day parade

কী বলছেন পড়ুয়ারা: জলপাইগুড়ি জেলার কমার্স কলেজের এনসিসি ক্যাডেট সংগম রায়ও পেয়েছেন এই সুযোগ। তিনি জানান, আগেও একবার এই সুযোগ তিনি পেয়েছিলেন। কিন্তু বাবার হঠাৎ মৃত্যুর কারণে তা হাতছাড়া হয়। এবার আর এই সুযোগ মিস করতে চান না তিনি। সংগম এও বলেন, বর্তমানে পর্যটন মরসুম চলায় দিল্লিগামী ট্রেনের টিকিট পাওয়া কঠিন। কিন্তু শিক্ষক এবং জলপাইগুড়ি স্টেশনের স্টেশন মাস্টারের সহযোগিতায় শেষমেষ জোগাড় হয়েছে তাঁর টিকিট।

আরও পড়ুন : নতুন বছরে একগুচ্ছ উপহার মমতার! গঙ্গাসেতু ও দুর্গা অঙ্গন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সম্মানজনক সুযোগ: জলপাইগুড়ির আরও দুই এনসিসি ক্যাডেট জ্যোতিষ রায় এবং পল্লবী সরকার পেয়েছেন কুচকাওয়াজে (Republic Day Parade) যোগ দেওয়ার সুযোগ। পল্লবী বলেন, এত সম্মানজনক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়ে তিনি গর্বিত।

আরও পড়ুন : শেষ ট্রেন ধরার জন্য আর হুড়োহুড়ি নয়, সময় বাড়িয়ে দিল ভারতীয় রেল

অন্যদিকে জ্যোতিষ বলেন, একেবারেই অপ্রত্যাশিত ভাবে এসেছে এই সুযোগ। দার্জিলিং সিকিম ডিভিশনের এনসিসি মিটে তাঁদের পারফরম্যান্সের দৌলতেই সম্ভবত এই সুযোগ তাঁরা পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি।