বাংলা হান্ট ডেস্কঃ স্কুল কলেজের পড়ুয়ারাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের জন্য সমস্ত রকম সুযোগ-সুবিধা দিতে সদা তৎপর পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের ছেলে-মেয়েদের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই আসছে গ্রীষ্মকাল। গরম পড়ার আগেই এবার রাজ্যের স্কুল ছাত্রীদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু করছে কৃষ্ণনগর পৌরসভা।
রাজ্যের (West Bengal) স্কুল ছাত্রীদের জন্য চালু হচ্ছে বিনামূল্যের এসি বাস পরিষেবা
সূত্রের খবর মোট ৭০ লক্ষ টাকা ব্যয়ে বিনামূল্যের এই বাস পরিষেবা চালু করা হবে শহরের স্কুল ছাত্রীদের জন্য। মূলত স্কুল কলেজে তাঁদের যাতায়াতের সুবিধার জন্য এই দুটি বাস পরিষেবা চালু করতে চলেছে কৃষ্ণনগর পৌরসভা।
জানা যাচ্ছে, গত অক্টোবর মাসেই ছাত্রীদের জন্য দুটি বাস সার্ভিস চালু করা হয়েছিল। ওই দুটি বাসের নাম রাখা হয়েছিল ‘পারিজাত’। এবার ওই একই নামেই আরও দু’টি এসি বাস চালানো হবে বলেই পৌরসভা সূত্রে খবর।ইদানিং টোটোর ভাড়া বেশি হওয়ার কারণে অনেকেই অত টাকা দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে পারে না। তাছাড়া স্কুলে যাওয়ার সময় সবাই ঠিকমত বাস কিংবা টোটো পরিষেবা পায় না।
আরও পড়ুন: মুকেশ আম্বানির জন্য বিরাট ‘লাকি’ মমতা, কেন জানেন? নিজেই সবটা ফাঁস করলেন ধনকুবের
তাই সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে না পারায় পড়াশোনায় বিলম্ব ঘটে তাঁদের। তাই এবার এই সমস্যা দূর করতেই এবং ছাত্রীরা যাতে সময় মত স্কুল-কলেজে পৌঁছাতে পারেন তার জন্য এই পদক্ষেপ করছে কৃষ্ণনগর পৌরসভা।
বিনামূল্যের এই বাস পরিষেবা চালু হলে রাস্তাঘাটে যানবাহনের জন্য পড়ুয়াদের আর অতিরিক্ত সময় নষ্ট হবে না। জানা যাচ্ছে, কৃষ্ণনগরের ঘূর্ণি ও শক্তিনগর এলাকা থেকে প্রতিদিন এই এসি বাসগুলি চলাচল করবে। এছাড়া জেলা প্রশাসনিক ভবনের দিকেও একাধিক স্কুল রয়েছে সেখানেও এই বাস পরিষেবা পৌঁছে যাবে।