বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ সালের ১৫ আগস্ট সমস্ত বাড়িতে সুপেয় ও সুরক্ষিত জল পৌঁছে দিতে “জল জীবন” প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছিলেন ২০২৪ সালের মধ্যেই সরকার বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে সকলের বাড়িতে। এই সূত্র ধরেই প্রথম পর্বে পশ্চিমবঙ্গকে ২০১৯-২০ অর্থবর্ষে ৯৯৫.৩৩ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। ২০২০-২১ অর্থবর্ষে তা বাড়িয়ে করা হয় ১৬১৪.১৮ কোটি টাকা। এই অর্থবর্ষে ফের একবার পশ্চিমবঙ্গকে জল জীবন প্রকল্পের জন্য ৭০০০ কোটি টাকা দেওয়ার অনুমোদন দিল কেন্দ্র।
সাথে সাথেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন গোটা দেশের প্রায় ১৯ কোটি ২০ লক্ষ মানুষ। এমনকি কোভিড প্যানডেমিকেও এই প্রকল্পের কাজ সমান গতিতে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তারা। কেন্দ্র সরকারের তালিকা অনুযায়ী ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত কোটি মানুষের কাছে ট্যাপের বিশুদ্ধ জল পৌঁছে দিতে পেরেছে তারা। যার মধ্যে এই মহামারী পরিস্থিতিতেও জল পৌঁছে গিয়েছে প্রায় ৪ কোটি ২৫ লক্ষ মানুষের কাছে। তবে কেন্দ্র তথ্য অনুযায়ী এক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। আর সেই কারণেই কেন্দ্রের তরফ থেকে সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যকে।
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং সেখয়াত ইতিমধ্যেই রাজ্যের জন্য সাত হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় তথ্য বলছে, জল জীবন প্রকল্পের বাস্তবায়নে যে গতির প্রয়োজন তা অনেকটাই ধীর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। প্রায় ১ কোটি ৬৩ লক্ষ ২৫ হাজার পরিবারের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কথা ছিল রাজ্যের। কিন্তু এখনো পর্যন্ত মাত্র ১৪ লক্ষ্য পরিবারের কাছে ট্যাপের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পেরেছে রাজ্য। বিশেষত শেষ ২১ মাসে এই কাজে অগ্রগতি হয়েছে মাত্র ১%। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, প্রায় ৪১৩৫৭ টি গ্রাম রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে জল পৌঁছে দেবার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল কেন্দ্রের তরফে। কিন্তু মাত্র ১২ লক্ষ ৪৮ হাজার পরিবারের কাছেই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পেরেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনায় বসেছে জল শক্তি মন্ত্রক। আগামী দিনের পরিকল্পনাও স্থির করা হয়েছে। রাজ্য সরকারকে প্রকল্প রূপায়নের গতি আরো বাড়ানোর নির্দেশও দিয়েছে তারা।
কেন্দ্র সরকারও জানিয়েছে এছাড়াও তাই ৭৫১৩৭ টি স্কুল এবং ৯৬ হাজারেরও বেশি অঙ্গনারী কেন্দ্রে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কথা ছিল রাজ্যের। সেক্ষেত্রেও যথেষ্ট পিছিয়ে রয়েছে রাজ্য সরকার। এখনো পর্যন্ত মাত্র ১০০৪৬টি স্কুল এবং ৬৪৩০ অঙ্গনারী কেন্দ্রেই পৌঁছেছে এই পরিষেবা। এই প্রকল্পের মাধ্যমে গৃহস্থলীর জন্য প্রত্যেক ব্যক্তি ৮ থেকে ১০লিটার বিশুদ্ধ পানীয় জল পাবেন বিনামূল্যে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে প্রায় বারোশোর বেশি গ্রাম রয়েছে, যে সমস্ত এলাকায় জলে আর্সেনিকের পরিমাণ যথেষ্ট বেশি। আর সেই কারণেই অগ্রাধিকারের ভিত্তিতে প্রত্যেক পরিবারের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে চায় তারা।