DA মামলার পরবর্তী শুনানি কবে? রাজ্য সরকারি কর্মীদের জন্য লেটেস্ট আপডেট

Published on:

Published on:

dearness allowance (5)

বাংলা হান্ট ডেস্কঃ ১২ আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। পিছিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার (Dearness Allowance) শুনানি। পুজোর আগে ডিএ মামলায় সুখবর মিলবে বলে আশাবাদী সরকারি কর্মীরা। তবে মামলা দীর্ঘায়িত হওয়ায় কিছুটা হতাশ তারা।

কবে মিলবে ‘হকের’ ডিএ? বাড়ছে প্রতীক্ষা | Dearness Allowance

জানিয়ে রাখি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২৬ আগস্ট। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলার শুনানির জন্য উঠবে। ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় বলে আদালতে জানিয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টে রাজ্যের আর্থিক অবস্থার কথা তুলে জোরালো সওয়াল করেন রাজ্যের আইনজীবী।

যেহেতু কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন তাই কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা করা চলে না বলে আদালতে জানায় রাজ্য। অন্য দিকে, নিজেদের দাবিতেই অনড় রাজ্য সরকারি কর্মীরা। মামলাকারী যুক্তি, নির্দিষ্ট সময়মতো ডিএ মিটিয়ে দেওয়াই সরকারের নীতির মধ্যে পড়ে। নিজের খেয়ালখুশি মতো সরকার ডিএ দিতে পারে না। বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিএ দেওয়ার দাবি জানান তারা। প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়ার কথা বলেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী। সেই মামলারই শুনানি চলছে সুপ্রিম কোর্টে।

dearness allowance (4)

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ (Dearness Allowance) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়।

এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে ২০২৪ সাল। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল।

dearness allowance(15)

আরও পড়ুন: খালি পেটে মৌরি চা খেলে পাবেন একাধিক উপকার; তবে কিছু ক্ষেত্রে হতে পারে ক্ষতিও, বিশেষজ্ঞদের পরামর্শ…

গত ২০২২ সালের ২০ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলে বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যকে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও রাজ্য তা না মিটিয়ে ফের সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছে।