BLO-দের জন্য ৬১ কোটি অনুমোদন নবান্নের, কত শতাংশ শেষ SIR ডিজিটাইজ়েশনের কাজ?

Published on:

Published on:

West Bengal Government Clears 61 Crore for BLOs SIR Work
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR-এর কাজ নির্বিঘ্নে চালাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government)। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বুথ লেভেল অফিসারদের (BLO) পারিশ্রমিক মেটাতে ৬১ কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

BLO-দের জন্য ৬১ কোটি ছাড় রাজ্যের (West Bengal Government)

SIR-এর কাজের জন্য BLO-দের বরাদ্দ অর্থ ছাড়ের আবেদন জানিয়ে আগেই নবান্নকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই আবেদন মেনে রাজ্যের অর্থ দপ্তর থেকে ৬১ কোটি টাকা ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে CEO দপ্তর সূত্রে। এই অর্থ রাজ্যে নিযুক্ত BLO-দের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

SIR-এর মূল ভরসা BLO-রাই

রাজ্যে (West Bengal Government) SIR-এর যাবতীয় কাজ মূলত BLO-দের উপরেই নির্ভর করছে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রাজ্যের CEO মনোজকুমার আগরওয়াল BLO-দের ‘হিরো’ বলে উল্লেখ করেন। BLO-দের একাংশের বিক্ষোভের মধ্যেও তাঁদের কাজের প্রশংসা করা হয়। দ্রুত কাজ শেষ করার জন্য জেলায় জেলায় বহু BLO-কে সংবর্ধনাও দেওয়া হয়েছে।

SIR-এর জন্য BLO-রা নিয়মমাফিক পৃথক পারিশ্রমিক পাওয়ার কথা। সেই অর্থ দেওয়ার দায়িত্ব রাজ্যেরই (West Bengal Government)। এই টাকা ছাড়ের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই দুই দফায় রাজ্যকে চিঠি পাঠিয়েছিল বলেও খবর।

বাংলায় আরও পাঁচ পর্যবেক্ষক পাঠাচ্ছে কমিশন

এদিকে সোমবারই রাজ্যে আরও পাঁচজন নতুন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে প্রাক্তন IAS সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে এবং তাঁর সঙ্গে আরও ১২ জন পর্যবেক্ষককে নিযুক্ত করা হয়েছিল। নতুন করে মোট ১৮ জন পর্যবেক্ষককে বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে, যার মধ্যে বাংলায় এসেছেন পাঁচজন। বাকি ১৩ জনকে অন্যান্য রাজ্যে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ বহুতল আবাসনে আলাদা ভোটকেন্দ্র? বড় সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন

ডিজিটাইজেশন প্রায় শেষ, হাতে মাত্র তিন দিন

এনিউমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ করার জন্য হাতে রয়েছে আর মাত্র তিন দিন। আগামী ১১ তারিখের মধ্যেই এই কাজ শেষ করতে হবে BLO-দের। সোমবার দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ৯৯.৬৪ শতাংশ ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।