পুজোর আগে পকেট গরম! এক ধাক্কায় ৬০০০ টাকা বেতন বাড়ল এই রাজ্য সরকারি কর্মীদের, জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই বিরাট সুখবর। এক ধাক্কায় ৬০০০ টাকা পর্যন্ত বাড়ল বেতন। রাজ্যের এই সরকারি কর্মীদের (Government Employees) বিরাট সুখবর দিল সরকার। উৎসবের মরসুমে এক ধাক্কায় বৃদ্ধিতে বেজায় খুশি তারা। তবে সকলের বেতন বৃদ্ধি পায়নি। সরকারি কর্মীদের একাংশের বেতন বৃদ্ধি করেছে রাজ্য (West Bengal Government)। কাদের কত টাকা করে বাড়ল বেতন? কত লাভ? দেখে নিন হিসেব।

জানিয়ে রাখি, কণ্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। সম্প্রতি সরকার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কণ্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না, সেই রকম কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০২০ সালের ১৬ অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা আসেন না তাদের বেতন বৃদ্ধি পেয়েছি।

কণ্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার, এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার, রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বাড়ছে বলে জানানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কণ্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টের মাসিক ন্যূনতম বেতন ৬ হাজার টাকা বেড়ে হল ২১ হাজার টাকা। যা আগে ছিল ১৫ হাজার।

একই ভাবে এই প্রকল্পের অধীনে কর্মরত ডেটা ম্যানেজারের বেতন বাড়ানো হল ৫০০০ টাকা। যা আগে ছিল ১১ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন ৪ হাজার বাড়ানো হয়েছে। ১২ হাজার টাকা থেকে বেড়ে তা হচ্ছে ১৬ হাজার টাকা।

nabanna mamata 1

আরও পড়ুন: জামিন খারিজ! ৬ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে হবে বিভাগীয় তদন্ত, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টেরও ন্যূনতম বেতনও ৬ হাজার টাকা বাড়ানো হচ্ছে। আগে তাদের মাসিক বেতন ছিল ১৫ হাজার টাকা। এবার বেতন হবে ২১ হাজার টাকা। রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন ৫ হাজার টাকা বেড়ে হচ্ছে হয়েছে ১৬ হাজার টাকা। আগে ছিল ১১ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল কর্মীরা ২১ হাজার বেতনে কাজে ঢুকবেন, তাদের বার্ষিক এনহ্যান্সমেন্ট হবে ৮০০ টাকা। পাঁচবছর চাকরি করলে তা বাড়বে। ১০ বছর হয়ে গেলে তখন বছরে এনহ্যান্সমেন্ট হবে ১০০০ টাকা। ১৫ বছরে হবে ১২০০ টাকা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর