বাংলা হান্ট ডেস্কঃ মহার্ঘ ভাতা নিয়ে বর্তমানে দড়ি টানাটানি চলছে। সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বকেয়া ডিএ সংক্রান্ত মামলার। ‘হকের’ ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে আওয়াজ তুলছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই আবহেই তাদের একটি বড় দাবি মেনে নিল রাজ্য সরকার। কী সেই দাবি? জেনে নিন আজকের প্রতিবেদনে।
সরকারি কর্মীদের জন্য নয়া সিদ্ধান্ত নবান্নের | Government Employees
বৃহস্পতিবার অর্থ দফতর জানাল, জন্মাষ্টমীর জন্য আগামী শনিবার (১৬ অগস্ট) ছুটি (Holiday) থাকছে রাজ্যে। সমস্ত রাজ্য সরকারি অফিস, স্কুল, কলেজ, রাজ্যের অধীনস্থ বিভিন্ন দফতর ও অফিস বন্ধ থাকবে। এতেই মুখে হাসি ফুটেছে সরকারি কর্মীদের। কারণ আগে এই দিনের ছুটির উল্লেখ ছিল না।
গত নভেম্বরে নবান্নের তরফে যে ছুটির তালিকা দেওয়া হয়েছিল তাতে জন্মাষ্টমীর স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগস্ট ছুটি দেওয়া ছিল। এই নিয়েই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কারণ জন্মাষ্টমী পড়েছে ১৬ অগস্ট।
সরকারি কর্মীদের একাংশ ১৬ অগস্ট ছুটির দিনটিকে নতুন করে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছিলেন। ১৬ তারিখ ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়েছে সরকার। রাজ্য সরকারের তরফে জন্মাষ্টমীর জন্য ১৬ অগস্ট শনিবার ছুটির ঘোষণা করা হয়েছে।
এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছিলেন, ‘নিয়ম অনুযায়ী ১৬ অগস্ট ছুটি থাকার কথা। ভালো করে পর্যালোচনার না করে নোটিশ জারি করা হয়, এই ধরনের ভুল আমরা প্রায়শই লক্ষ্য করি। আমরা দাবি করছি যে অবিলম্বে এই ভুল সংশোধন করা হোক। ১৬ অগস্ট ছুটির দিনটিকে নতুন করে তালিকাভুক্ত করা হোক।’
আরও পড়ুন: ‘সন্ত্রাসবাদ ও পারমাণবিক হুমকি সহ্য করবে না ভারত’, লালকেল্লা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদীর
তিঁনি আরও বলেন, ‘পর্যালোচনার না করে ভুলভাবে ছুটির তালিকা অথবা নোটিশ জারি করার ফলে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ‘ ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয় তার জন্য সতর্ক থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিঁনি।