তাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কি? খুঁজতে নির্দেশ রাজ্যের, নবান্ন তরফে বিরাট পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের (Central Government) বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ আজকের নয়। প্রায় তিন বছর ধরে রাজ্যের (West Bengal Government) ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। দিনের পর দিন বঞ্চনার যন্ত্রনায় দিন কাটছে রাজ্যের। কিছুদিন আগে রাজ্যের বকেয়া ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলতে চেয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তবে সেই নিয়েও কোনো উত্তর আসেনি।

ভুয়ো জবকার্ডে যাওয়া টাকার খোঁজ করার নির্দেশ

কেন্দ্র সরকার রাজ্যের পাওনা টাকা না দিলেও সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে এবার বড় পদক্ষেপ করল মমতা সরকার। জেলাভিত্তিক ১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য তলব করল নবান্ন। সূত্রের খবর, যাদের ইতিমধ্যেই ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে, তারা কোনও টাকা পেয়েছিলেন কি না, সেই বিষয়ে খোঁজ নিতেই এই পদক্ষেপ। নবান্নের অর্ডার মত সেই তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট ফরম্যাটে দ্রুত রিপোর্ট পাঠাবে জেলা কর্তৃপক্ষ।

কেন্দ্র এখনও টাকা দেওয়া নিয়ে কোনো টু শব্দও করেনি। তাহলে হঠাৎ এই তথ্য কেন তলব করল নবান্ন? এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কেন্দ্র টাকা দিক বা না দিক, আমরা আমাদের কাজ করে চলেছি। যাতে আমাদের দিকে কেউ কখনও আঙুল তুলতে না পারে নিজেদের দিক থেকে সবটা স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ। যাতে যেকোনও সময় এবং প্রয়োজনে সঠিক তথ্য পেশ করা যায় সেই জন্যই এটা করা হচ্ছে।

সূত্রের খবর, শুক্রবার প্রত্যেক জেলার ১০০ দিনের কাজ (MGNREGA) ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের সঙ্গে পঞ্চায়েত দপ্তর ভার্চুয়াল বৈঠকে বসে। সেখানেই ভুয়ো জব কার্ড বাতিল হওয়ার আগে সংশ্লিষ্ট জবকার্ড হোল্ডার কোনও টাকা পেয়েছেন কি না, তা খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডের পর উত্তপ্ত নারকেলডাঙা! ফিরহাদ যেতেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠল ‘চোর’ স্লোগান

Nabanna Government of West Bengal

আরও পড়ুন: সোম থেকেই গরম শুরু দক্ষিণবঙ্গে, হবে বৃষ্টিও! আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম আপডেট

একইসাথে বৈঠকে এই প্রকল্পের অডিট সংক্রান্ত কাজও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর তরফে। রাজ্যের এই তোড়জোড় দেখে প্রশ্ন উঠছে তাহলে কি বাংলার বকেয়া মনরেগার টাকা হাতে পাওয়ার কোনও সম্ভাবনা রয়েছে? যদিও সেই নিয়ে কোনো আশার খবর নেই বলেই সূত্রের খবর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর