বাংলা হান্ট ডেস্কঃ OBC মামলার জট এখনও খোলেনি। মঙ্গলবার সেই সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্ন, শীর্ষ আদালতের নির্দেশের পরেও কীভাবে কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) শংসাপত্র ইস্যুতে জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশে শর্ত দিল?
হাইকোর্টের ভূমিকায় বিরক্ত শীর্ষ আদালত | Supreme Court
এদিন শীর্ষ আদালতে মামলা উঠলে দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই এর পর্যবেক্ষণ, রাজ্য সরকার মনে করলে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে পারে। প্রধান বিচারপতির মন্তব্য, ‘আপনারা চাইলে আদালত অবমাননার মামলা করুন। আমরা দেখব।’ এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার জানায়, সে ব্যাপারে বিবেচনা করা হবে।
ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার (Government Of West Bengal)। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য। বৃহস্পতিবার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু মূল মামলাটির শুনানি হবে যথাসময়েই। কলকাতা হাইকোর্টের ভূমিকায় প্রশ্ন তুললেও প্রধান বিচারপতি বিআর গবই জানান, এক মাস পর নির্ধারিত দিনেই ওই মামলার শুনানি হবে।
প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, মূল মামলা তালিকা থেকে বাদ দেওয়া বা নতুন করে তালিকা তৈরি করা সম্ভব নয়। আগামী ৯ সেপ্টেম্বর ওবিসি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ৭ অগস্ট রাজ্য জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল। তবে ওবিসি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের কারণে জয়েন্টের ফলপ্রকাশ পিছিয়ে যায়। OBC মামলায় হাই কোর্টের নির্দেশের জেরে রাজ্যের কলেজগুলিতে স্নাতকে ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন করা সম্ভব হয়নি।
এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। তবে এখানেও সুরাহা হয়নি। সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে নতুন করে একটি মামলা দায়ের হয়। গত বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় হাইকোর্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সংরক্ষণ নিয়ে নয়া নির্দেশ দেয়।
আরও পড়ুন: কীভাবে ২০২১ সালে জিতে এলেন মমতা? শাসকের অস্বস্তি বাড়িয়ে মামলার শুনানি শুরু কলকাতা হাইকোর্টে
গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট পুরনো সংরক্ষণ মেনেই জয়েন্টের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয়। সেই নির্দেশের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। দ্রুত শুনানির আবেদন করা হয়। সুপ্রিম কোর্টেই বিচারপ্রক্রিয়া চলছে।