বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল পয়লা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনে উৎসবের আনন্দে মেতে উঠবে সকলে। আর নববর্ষেই মিড ডে মিলের (Mid Day Meal) মেনুতে থাকছে বিরাট চমক। কোথাও ডিম আবার কোথাও কষা মাংস। সোমবার স্কুল পড়ুয়াদের কী খাওয়ানো হবে ইতিমধ্যেই সেই নতুন মেনুর কথা জানিয়েছে শিক্ষা দফতর। জানা গিয়েছে পড়ুয়াদের মাংস-ভাত, ফল, পায়েস খাওয়াতে নির্দেশ দেওয়া হয়েছে।
নববর্ষের দিন রবিবার হওয়ায় স্কুল বন্ধ। তবে মন খারাপের কারণ নেই। কারণ সোমবার মিড ডে মিলে বিশেষ মেনুর ব্যবস্থা করতে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সব জেলার ডিআই-দের কাছে পৌঁছেছে আকর্ষণীয় মিড ডে মিলের ব্যবস্থা করার বার্তা।
শিক্ষা দফতরের নির্দেশ, প্রাথমিক থেকে মাধ্যমিক সব স্কুলকেই এই নির্দেশিকা মানতে হবে। নববর্ষের পরেরদিন ১৫ এপ্রিল, মিড ডে মিলের মেনু হবে চমকে ঠাসা। বাচ্চাদের মন ভালো করতে রাখতে হবে মাংস, ফল, মিষ্টি, পায়েস। শুধু খাওয়ালেই হবে না। খাওয়ানোর পর প্রমাণস্বরূপ ভাল করে ছবি তুলে সেটা ওই দিন দুপুর ৩ টের মধ্যেই শিক্ষা দফতরে পাঠাতে হবে।
তবে এই মিড ডে মিলের মেনু জেলা অনুযায়ী পরিবর্তন হবে বলেও জানা যাচ্ছে। কলকাতায় মিড ডে মিলের অন্তর্গত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিন লক্ষেরও বেশি। সূত্রের খবর, কলকাতা জেলার ক্ষেত্রে নববর্ষ স্পেশাল মেনুতে থাকছে ফ্রায়েড রাইস, ডিমের কারি, আলুর দম, শেষপাতে রসগোল্লা।
আরও পড়ুন: ১০০-২০০ কোটি নয়! নিয়োগ দুর্নীতিতে মোট কত টাকা বাজেয়াপ্ত করেছে ED? অঙ্কটা শুনলে মাথা বনবন ঘুরবে!
জেলা বিশেষে এই মেনু পরিবর্তন হবে। কোথাও দেওয়া হবে ফল, কোথাও ডিমের বদলে থাকবে চিকেন কষা। মিড–ডে মিলের সি ফাটাফাটি মেনু দেখে পড়ুয়াদের যে খুশির সীমা থাকবে না তা বলার অপেক্ষা রাখে না।