রেশনে কারচুপির দিন শেষ! এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার, খুশি কোটি কোটি গ্রাহক

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে তোলপাড় রাজ্য। গত বছর শেষের দিকে রেশন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। তারপর থেকেই একের পর এক অভিযোগ সামনে আসছে। সেসবে লাগাম দিতে ইতিমধ্যেই সরকারের তরফে পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে সমস্যা সম্পূর্ণরূপে সমাধানের জন্য এবার দুর্নীতি আটকাতে আরও কড়া রাজ্য সরকার (West Bengal Government)।

দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ নিজেদের রেশন কার্ড (Ration Card) অনুযায়ী রেশন সামগ্রী পেয়ে থাকেন। রাজ্য তথা দেশের গরিব মানুষের মুখে অন্য তুলে দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে রেশন (Free Ration) সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রতিমাসে কার্ড অনুযায়ীনির্দিষ্ট পরিমাণ চাল, গম, আটা পেয়ে থাকেন কোটি কোটি মানুষ।

   

ভোটার বা আঁধার কার্ডের মত রেশন কার্ডও (Ration Card) একজন ব্যক্তির পরিচয় পত্র হিসাবেও ব্যবহৃত হয়। এবার সেই রেশন কার্ড নিয়েই আরও কড়া অবস্থানে রাজ্য সরকার! এ রাজ্যে বেশ কয়েকটি ভাগের রেশন কার্ড দেওয়া হয়, যথাক্রমে RKSY, SPHH,PHH ও AAY। আবার RKSY এর মধ্যেও দুটি ভাগ রয়েছে একটি RKSY I ও অন্যটি RKSY II।

জানিয়ে রাখি, গ্রাহকদের প্রতিটি রেশন কার্ডে মাসিক চাল ও গম অর্থাৎ রেশন সামগ্রীর পরিমাণ আলাদা আলাদা হয়ে থাকে। কোন কার্ডে কত কেজি চাল ও গম দেওয়া হবে তা প্রতিমাসে আপডেট করা হয়। তবে অনেকেই অভিযোগ তারা আপডেট পান না। তাই এই সমস্যা সমাধানে এবার সরাসরি গ্রাহকদের মোবাইলেই তার প্রাপ্য রেশনের পরিমাণ জানানো হবে। এমনই বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

ration 3

আরও পড়ুন: ভোটে জিতেই ধামাকা! এবার নয়া ছুটির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার, দেখুন বিজ্ঞপ্তি

অর্থাৎ প্ৰতি মাসে মোবাইলেই চলে আসবে রেশনে প্রাপ্য চাল ডাল সহ অন্যান্য সামগ্রীর তালিকা। এবার থেকে রেশন কার্ডধারীদের কাছেও পৌঁছে যাবে বরাদ্দ খাদ্যশস্যের তালিকা। সরাসরি মোবাইলে মেসেজ পাঠানো হবে। এতে গ্রাহকদের ঠকে যাওয়ার বিষয় আর ঘটবে না। ফলে লাভবান হবেন লক্ষ লক্ষ রেশনকার্ড হোল্ডারদের। তবে এই সুবিধা পাওয়ার জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকাটা অতন্ত্য জরুরী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর