মোটা বেতন! নিয়োগ দুর্নীতির আবহেই চাকরির ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার, জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ গত দু’বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জেরে কঙ্কালসার দশা রাজ্যের। আদালতে চলছে একাধিক মামলা। স্থগিতদেশ রয়েছে বেশ কিছু নিয়োগ প্রক্রিয়ার উপর। তবে এরই মাঝে রাজ্যের চাকরিপ্রার্থীদের বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। খাদ্য দপ্তরে শূন্যপদ পূরণ করতে জারি হল বিজ্ঞপ্তি।

চাকরির ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)

জানিয়ে রাখি, খাদ্য দফতরে মোট চারটি পদে নিয়োগ হবে। শিক্ষিত যুবক–যুবতীদের জন্য বড় সুযোগ রয়েছে। খাদ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মোট ৬টি শূন্যপদ পূরণ করা হবে। নারী–পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কলকাতা–সহ বাংলার যে কোনও জেলা থেকে অনলাইনে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা: রাজ্য সরকারের (West Bengal Government) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজেক্ট ম্যানেজার (স্মার্ট–পিডিএস) পদের জন্য, ফার্স্ট ক্লাস বি.ই/ বি.টেক/ এম.এসসি/ আইটিতে এম.টেক/ কম্পিউটার সায়েন্স অথবা এমবিএ–সহ এমসিএ/ প্রতিষ্ঠিত কোনও সংস্থার পিজিডিএম থাকতে হবে।

এরপর ডেটা অ্যানালিস্ট (স্মার্ট–পিডিএস) এর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, ফার্স্ট ক্লাস বি.ই/ বি.টেক/ এম.এসসি/ আইটিতে এম.টেক/ কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ (MCA)। ডেভেলপার (স্মার্ট–পিডিএস) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, ফার্স্ট ক্লাস বি.ই/ বি.টেক/ এম.এসসি/ আইটিতে এম.টেক/ কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ (MCA)।

Government of West Bengal State Government employees

আরও পড়ুন: ১৫০০০ টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হয়ে গেল ঘোষণা, কিভাবে মিলবে জানেন?

সর্বশেষ আইটি সাপোর্ট পার্সোনেল (স্মার্ট–পিডিএস) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, ফার্স্ট ক্লাস বি.ই/ বি.টেক/ এম.এসসি/ আইটিতে এম.টেক/ কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ চাওয়া হয়েছে। প্রসঙ্গত, এই খাদ্য দপ্তর নিয়ে বিগত কিছু সময়ে কম বিতর্ক হয়নি। রেশন দুর্নীতির দায়ে গত বছর অক্টোবর মাস থেকে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। চলছে তদন্ত। এরই মাঝে খাদ্য দপ্তরে শূন্যপদ পূরণ করতে নিয়োগের বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ সরকার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর