ভুলে যান লক্ষীর ভান্ডার! পশ্চিমবঙ্গ সরকারের এই নয়া প্রকল্পে প্রতিদিন মিলবে ৩০০টাকা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই চাকরির সন্ধান করছেন। যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে গেলে প্রয়োজন হয় পরিশ্রমের। তবে চাকরির বাজারে চাহিদা এত বেশি যে সব সময় চাকরি পাওয়া সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্প এনেছে।

এই প্রকল্পের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হয়ে প্রতিদিন ৩০০ টাকা রোজগার করতে পারেন। প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের দেওয়া হবে ট্রেনিং। ট্রেনিং শেষে থাকবে চাকরির সুযোগ। সরকার এই নতুন প্রকল্পের নাম দিয়েছে সেবা সখী প্রকল্প (seba sakhi prakalpa)। বেশ কিছু মহিলার কর্মসংস্থান হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে।

আরোও পড়ুন : বাংলার আকাশে দুর্যোগের মেঘ! বিশেষ সতর্কতা জারি কলকাতায়, তুমুল বৃষ্টিতে ভিজবে দুইবঙ্গই

বয়স্ক বা শয্যাসায়ী ব্যক্তিদের যত্ন নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে সেবা সখী প্রকল্পে। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান হতে পারে বহু মহিলার। বাংলার নারীদের উপযুক্ত কাজ ও ক্ষমতায়নের লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রকল্প। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে ২০ থেকে ৪০ জন মহিলাকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

আরোও পড়ুন : এটিই পৃথিবীর একমাত্র ফল যাতে আক্রমণ করে না পোকামাকড়! জানুন, নেপথ্যের আসল কারণ কী

বেছে নেওয়া মহিলাদের এরপর প্রশিক্ষণ দেওয়া হবে গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে। ‘সেবা সখী’ প্রকল্পের মাধ্যমে নির্বাচিত মহিলাদের সাধারণ চিকিৎসা যেমন ড্রেসিং করার পদ্ধতি, ব্যান্ডেজ করা, রক্তচাপ পরীক্ষা করা, ডায়াবেটিসের মতো সাধারণ রোগের চিকিৎসা ইত্যাদি বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে।

CENTRAL SCHEME

এই প্রকল্পের আওতায় যুক্ত হওয়ার পর শহরাঞ্চলে কাজ করলে দৈনিক ৩০০ টাকা ও গ্রাম অঞ্চলে দৈনিক ২৫৫ টাকা মজুরি পাওয়া যাবে। মনে করা হচ্ছে পুজোর পরই এই প্রকল্প শুরু হতে পারে বারুইপুর, রাজারহাট, পাশকুড়া ও আমতা এই চারটি ব্লকে। বাছাই করা ২০জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে কলকাতার ইনস্টিটিউট অফ জেরোন্টোলজিতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর