পাত্তা পাবে না Rapido, Uber! এবার শহরে মিলবে সস্তার বাইক সার্ভিস, দুর্দান্ত পরিকল্পনা রাজ্য সরকারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এবার রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে চালু করা হতে পারে বাইক অ্যাপ পরিষেবা। কম খরচে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই পরিবহন দপ্তর এই পরিষেবা নিয়ে আসতে চলেছে। সম্প্রতি যাত্রী সাথী অ্যাপ চালু করে পরিবহন দপ্তর সরকারি অ্যাপ ক্যাব ট্যাক্সি পরিষেবা দিচ্ছে।

এরপরই পরিবহন দপ্তর চাইছে বাইক অ্যাপ ক্যাব পরিষেবা চালু করার। পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানা যাচ্ছে, তিন কিলোমিটারের বেশি সফর করলে বুক করা যাবে বাইক। পরীক্ষামূলকভাবে প্রথমে শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থানে এই পরিষেবা শুরু করা হবে। এরপর ধীরে ধীরে এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে অন্যান্য জেলায়।

আরোও পড়ুন : মিসিং এই বার্থটি! প্রথমবার ‘অমৃত ভারত’ ট্রেনের ভিতরের ছবি দেখাল রেল, সুবিধা বাড়বে আমজনতার

কলকাতা, হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং দমদম বিমানবন্দর এলাকায় প্রাথমিক পর্যায়ে এই পরিষেবা শুরু করা হবে। পরিবহন দপ্তরের এক কর্তা বলছেন, বেসরকারি অ্যাপ ক্যাবের পাশাপাশি বেসরকারি বাইক অ্যাপ নিয়েও রয়েছে ভুরি ভুরি অভিযোগ। অনেক সময় চালকরা নির্দিষ্ট ভাড়ার থেকে বেশি ভাড়া দাবি করেন।

আরোও পড়ুন : কলকাতায় এসেই হঠাৎ মমতার পাড়ায় পৌঁছে গেলেন অমিত শাহ! তারপর যা হল…

অনেক সময় বুকিং করার পর সন্ধান পাওয়া যায় না বাইক চালকের। সবমিলিয়ে হেনস্থা হতে হয় যাত্রীদের। এরপর রাজ্যের পরিবহন দপ্তর সিদ্ধান্ত নেয় নিজস্ব বাইক অ্যাপ পরিষেবা চালু করার। প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে ন্যূনতম ভাড়া হবে কুড়ি টাকা। এছাড়াও পর পর তিনটি বুকিং যদি চালক ক্যান্সেল করেন তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

1703573367 app bike 2

তবে নতুন এই বাইক পরিষেবা যাত্রী সাথী অ্যাপের সাথে যুক্ত হবে নাকি আলাদা ভাবে অ্যাপ তৈরি করা হবে সেই নিয়ে দ্বিধায় পরিবহন দপ্তরের কর্তারা। অনেকের মতে যাত্রী সাথী অ্যাপের সাথে বাইক পরিষেবা দিলে এক ঢিলে দুই পাখি মারা হবে। আবার অনেকের মতে বাইক পরিষেবার জন্য আলাদাভাবে অ্যাপ তৈরি করা হলে যাত্রীরা অতি সহজে প্রয়োজন মতো অ্যাপে ঢুকে গাড়ি বুক করতে পারবেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X