চব্বিশে ঘুরে গেল ‘খেলা’! বাংলায় সবুজ ঝড়, সবুজ আবীরে মেখে সেলিব্রেশন শুরু TMC কর্মী সমর্থকদের

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তম দফার ভোটের পর একাধিক সংবাদমাধ্যমের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল নানান বুথ ফেরত সমীক্ষা। এর মধ্যে সিংহভাগ সমীক্ষাতেই দাবি করা হয়েছিল, এবার বাংলায় গেরুয়া ঝড় উঠতে চলেছে। পদ্মের ঠ্যালায় রীতিমতো বেসামাল হয়ে যাবে জোড়াফুল। তবে মঙ্গলবার ভোটগণনা (West Bengal Lok Sabha Election Result) শুরু হতেই দেখা গেল ওলটপালট হয়ে গিয়েছে সকল হিসেবনিকেশ।

বর্তমানে রাজ্যের একাধিক আসনে জয়ের মুখে দাঁড়িয়ে TMC প্রার্থীরা। ইতিমধ্যেই কৃষ্ণনগরে জিতে গিয়েছেন জোড়াফুল (Trinamool Congress) প্রার্থী মহুয়া মৈত্র। আসানসোলেও জয়ী হয়েছেন জোড়াফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সেই সঙ্গেই ব্যারাকপুর, বর্ধমান পূর্ব, বহরমপুর, যাদবপুর সহ বাংলার একাধিক আসনে জয়ের দিকে এগোচ্ছেন জোড়াফুল প্রার্থীরা।

   

সব মিলিয়ে, বুথ ফেরত সমীক্ষায় যা দেখানো হয়েছিল, গণনার পর দেখা যাচ্ছে তা একেবারেই মেলেনি। উল্টে শেষ ট্রেন্ড অনুযায়ী, বাংলার ৪২টি আসনের মধ্যে ২৯টিতে এগিয়ে রয়েছে TMC। দলের এই পারফরম্যান্সে দারুণ খুশি তৃণমূলের কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই রাজ্যের নানান জেলায় সবুজ আবীর দিয়ে উদযাপন শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ঘুষ বিতর্কে জল! রানিমা অমৃতাকে হারিয়ে কৃষ্ণনগরে ফের বিপুল ভোটে জিতলেন মহুয়া মৈত্র

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার শুধু জয় নয়, বরং গোটা দেশে একটি বিরাট রেকর্ড গড়ার দিকে এগোচ্ছেন। বর্তমানে ডায়মন্ড হারবারে ৭ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন TMC সেনাপতি। অভিষেকের জয় ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা, মনে করছেন সকলে।

trinamool congress tmc flags

উল্লেখ্য, যদি দেশের নিরিখে বলা হয়, তাহলে বুথ ফেরত সমীক্ষায় দেশজুড়ে গেরুয়া ঝড় ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে আজ দেখা যাচ্ছে, NDA-কে কড়া টক্কর দিচ্ছে INDIA জোট। শেষ অবধি কোন আসনে কোন দল বাজিমাত করবে আপাতত সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর