আসকে সিপিএমের মন ভালো নেই! ফের শূন্য হাতেই ফিরতে হচ্ছে বামেদের

বাংলা হান্ট ডেস্কঃ গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল দিল্লির মসনদ দখলের লড়াই। ৫৪৩টি আসন, ৭ দফার ভোট শেষে এসে গিয়েছে ফলঘোষণার সময়। মঙ্গলবার সকাল থেকে দেশের সকল রাজ্যে ভোটগণনা শুরু হয়েছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও (West Bengal Lok Sabha Result)। এই মুহূর্তে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩০টিতে এগিয়ে রয়েছে TMC। গেরুয়া শিবির এবং কংগ্রেসের ঝুলিতে যথাক্রমে ১১ এবং ১। তবে বামেদের (CPM) ঝুলি এখনও ফাঁকা!

ভোটগণনার শুরুতে একটি আসনে এগিয়েছিল বাম। তবে গণনা যত এগিয়েছে ক্রমেই পিছিয়ে পড়েছেন সেই প্রার্থী। বর্তমানে বাংলার (West Bengal) ৪২টির মধ্যে একটি আসনেও এগিয়ে নেই তারা। যাদবপুর, শ্রীরামপুর, তমলুকের মতো হাইভোল্টেজ আসনে বাম প্রার্থীদের থেকে চমকপ্রদ ফলের আশা করলেও, এখনও অবধি তেমনটা দেখা যাচ্ছে না।

চব্বিশের লোকসভা ভোটে প্রবীণ-নবীনের সামঞ্জস্য রেখে প্রার্থী নির্বাচন করেছিল বাম। শ্রীরামপুর, যাদবপুর, তমলুকের মত আসনে যুব নেতা-নেত্রীদের ওপর আস্থা রেখেছিল তারা। অন্যদিকে মুর্শিদাবাদ, দমদমে আবার পোড় খাওয়া নেতাদের দাঁড় করানো হয়েছিল। প্রার্থীদের নাম ঘোষণার পর অনেকেই আশা করেছিলেন, এবার হয়তো চমক দেখাবে সিপিএম। তবে গণনা শুরুর ৬ ঘণ্টা পরেও তেমন কিছু দেখা যাচ্ছে না।

আরও পড়ুনঃ তৃণমূল, বিজেপি নয়! সিপিএমকে গো হারান হারাল সঙ্গী কংগ্রেসই, কেরলে হয়ে গেল খেলা

তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরালা, ত্রিপুরার মতো রাজ্যেও তেমন কিছু কামাল দেখাতে পারেনি বামেরা। কেরালার লেটেস্ট আপডেট বলছে, ২০টি আসনের মধ্যে ১৪টিতেও এগিয়ে রয়েছে কংগ্রেস। একটি করে আসনে এগিয়ে রয়েছে BJP এবং বাম। অন্যদিকে ত্রিপুরাতেও এখনও অবধি চমকপ্রদ কিছু করে দেখাতে পারেনি তারা।

CPM in West Bengal

এদিকে যদি জাতীয় স্তরের দিন থেকে বলা হয়, তাহলে NDA-কে কড়া টক্কর দিচ্ছে INDIA জোট। শেষ আপডেট অনুযায়ী, ২৯৭টি আসনে এগিয়ে ছিল NDA, অন্যদিকে ২২৮টি আসনে এগিয়ে ছিল INDIA। ১৮টি কেন্দ্রে এগিয়ে ছিল অন্যান্যরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর