বাংলা হান্ট ডেস্কঃ আজ পঞ্চায়েত নির্বাচন ২০২৩ (West Bengal Panchayat Poll 2023)। তবে গোটা রাজ্যে ভয়ের বাতাবরণ। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ। তার আগেই একের পর এক মৃত্যুর ঘটনা। রেজিনগরে শাসকদলের কর্মীকে (Trinamool Congress Worker) বোমা মেরে খুন, বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন, তুফানগঞ্জে খুন টিএমসি কর্মী।
অন্যদিকে ভোটের দিন সকালেই ফের উত্তপ্ত কোচবিহার (Coochbehar)। কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে (BJP Polling Agent) গুলি করে খুন। সবমিলিয়ে ভোটের বলি ২৪। এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্যুইটে কেন্দ্রীয় বাহিনীকে তোপ তৃণমূলের। কোথায় কেন্দ্রীয় বাহিনী? প্রশ্ন শাসকদলের।
শনিবার সকালে ট্যুইটে (Tweet) তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘শিউরে ওঠার মতো একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনায় ভোটারদের মধ্যে শকওয়েভ। রেজিনগর, তুফানগঞ্জ, খড়গ্রামে ৩ দলীয় কর্মী খুন’ ট্যুইট তৃণমূলের।
.@BJP4Bengal, @CPIM_WESTBENGAL and @INCWestBengal are working hand in glove with each other to HARASS our party workers and spread VIOLENCE.
Three of our party workers have been murdered in Rejinagar, Tufanganj, and Khargram, and two have been gravely wounded in Domkol.
In… pic.twitter.com/Dp9NjR6E33
— All India Trinamool Congress (@AITCofficial) July 8, 2023
শাসকদলের টুইটে লেখা হয়েছে, @BJP4Bengal, @CPIM WESTBENGAL এবং @INCWest Bengal আমাদের দলের কর্মীদের হয়রানি করতে এবং সহিংসতা ছড়াতে একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করছে। রেজিনগর, তুফানগঞ্জ, খড়গ্রামে আমাদের দলের তিনজন কর্মী খুন এবং ডোমকোলে দুজন গুরুতর আহত হয়েছেন। নন্দীগ্রামের ভেকুটিয়ায় দুর্বৃত্তরা আমাদের দলীয় কর্মীদের ওপর হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। আমাদের প্রশ্ন, নির্বাচনের সময় জনগণের সুরক্ষায় মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী কেন শান্তি বজায় রাখতে ব্যর্থ হচ্ছে?
ডোমকলে গুলিতে ২ তৃণমূলকর্মী আহত হয়েছেন বলেও দাবি। যখন প্রয়োজন তখন কোথায় কেন্দ্রীয় বাহিনী? ট্যুইটে প্রশ্ন তৃণমূলের। মানুষের নিরাপত্তা দিতে পাহাড়প্রমাণ ব্যর্থতার দিকে তা ইঙ্গিত করছে, ট্যুইট শাসকদলের। যেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত কাণ্ড সেই বাহিনী রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ বলে কেন্দ্রীয় বাহিনীকেই দুষলো তৃণমূল।