আজ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ! কোন জেলা কখন ভিজবে? এক নজরে আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: শীতের মাঝেই বৃষ্টির হানা দক্ষিণবঙ্গে। গতকাল ভিজেছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণের (South Bengal Weather) একাধিক জেলা। বেশ খানিকটা তাপমাত্রাও চড়েছে। আজ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। রবিতে কোন কোন জেলা ভিজবে? কতদিন চলবে এই অকাল বৃষ্টি? রইল সম্পূর্ণ পূর্বাভাস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ১ ডিসেম্বর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কোথাও অবশ্য ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তার সামান্যই সম্ভাবনা। এদিকে হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও।

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে যেতে পারে।

আরও পড়ুন: গালিগালাজ, অপশব্দ ব্যবহার নৈব নৈব চ, নইলে গুনতে হবে জরিমানা, এই দেশে নিষিদ্ধ কটূকথা ব্যবহার!

আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরী হয়েছে তার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। তবে রবিবারের পর আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ৬ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

south bengal weather

আরও পড়ুন: হায় হায়! এইসব ক্ষেত্রে ভারতকেও টেক্কা দিচ্ছে পাকিস্তান! তালিকায় কী কী আছে জানেন?

হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি কমলেই তাপমাত্রাও কমবে দক্ষিণবঙ্গে। মূলত পশ্চিমের জেলাগুলিতে দ্রুত তাপমাত্রার পতন হবে। উত্তরবঙ্গের (North Bengal Weather) কোনো কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার প্রভাব বাড়বে উত্তরের জেলাগুলিতে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X