শীতের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হবে ঝেঁপে বৃষ্টি! কখন? মাথা ঘোরানো আপডেট IMD-র

বাংলা হান্ট ডেস্ক: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে তৈরী হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক।‌ তবে শক্তি বাড়িয়ে পরে গতি পরিবর্তন করতে পারে। ধীরে ধীরে তা উত্তর পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার মিগজাউম ( Cyclone Michaung) নামের ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আরও পড়ুন: ‘DA বাধ্যতামূলক নয়, সরকার বিদেশ যাওয়ার সুযোগ তো করে দিয়েছে’, সরকারি কর্মচারীদের কড়া বার্তা মমতার

তবে এই ঘূর্ণিঝড় কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও পাকাপাকি কোনও আপডেট মেলেনি। ওদিকে বঙ্গের আবহাওয়ার নিয়মিত ভোলবদল। এই গরম তো এই ঠান্ডা। ডিসেম্বর এসেও শীত যেন নাগালে আসছে না। কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? (Weather Office)? জানুন বিস্তারে।

বদলাবে আবহাওয়া

আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহেই আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। কালো মেঘে ঢাকবে আকাশ। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়।

আরও পড়ুন: আজকের রাশিফল ৩০ নভেম্বর বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কৃপায় দাম্পত্য জীবন সুখের হবে তিন রাশির

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা। আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলা গুলিতে ঠান্ডা অনুভব হবে।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া

সপ্তাহের শেষে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ এ সামান্য বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার সেরম হেরফের হবে না। আগামী তিন চার দিন উত্তরবঙ্গে সমস্ত জেলায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর